নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে নির্বিচারে চলল গুলি, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৯ জনের

ক্রাইস্টচার্চ (নিউজিল্যান্ড), ১৫ মার্চ (হি.স.): নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৃথক দু’টি মসজিদে নির্বিচারে গুলি চালাল বন্দুকবাজরা| বন্দুকবাজদের হামলায় প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ৯ জন| এছাড়াও আরও বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন| হামলার সময় মসজিদের কাছেই ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা| অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা| বন্দুকবাজের হামলার পরই গোটা এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে| নিউজিল্যান্ড পুলিশ সূত্রের খবর, দু’টি মসজিদে জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জন সন্দেহভাজনকে| প্রায় ৫০ রাউন্ড গুলি চালায় বন্দুকবাজরা| নিউজিল্যান্ড পুলিশের পক্ষ থেকে মাইক বুশ জানিয়েছেন, ‘মসজিদে হামলার ঘটনায় ৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে|

তাঁদের মধ্যে একজন মহিলা এবং তিনজন পুরুষ| গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে| বিপদ কেটে গিয়েছে, তা এখনই বলা সম্ভব নয়|’ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন জানিয়েছেন, ‘হামলার ঘটনা মোকাবিলা করছি আমরা| এটা নিউজিল্যান্ডের অন্যতম কালো দিন|’ শুক্রবারের ওই হামলার ব্যপ্তি কতটা সে বিষয়ে তাত্ক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ| আপাতত ক্রাইস্টচার্চের মানুষজনদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে|
নিউজিল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী দুপুর তখন ১.৪৫ মিনিট হবে| ক্রাইস্টচার্চের সাউথ আইল্যান্ডের আল নূর মসজিদের ভিতরে চলছিল নমাজ পর্ব| জড়ো হয়েছিলেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ| আচমকাই সমস্ত কিছু এলোমেলো হয়ে যায়| নির্বিচারে গুলি চালাতে থাকে বন্দুকবাজরা| শুধুমাত্র আল নূর মসজিদ নয়, আরও একটি মসজিদে নির্বিচারে গুলি চালাতে থাকে বন্দুকবাজরা| রক্তে ভেসে যায় মসজিদ চত্বর| নিউজিল্যান্ড পুলিশের পক্ষ থেকে মাইক ৱুশ জানিয়েছেন, বন্দুকবাজের হামলায় ৯ জনের মৃত্যু হয়েছে| আহতের সংখ্যা প্রচুর| প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, সেনার পোশাক পরিহিত অবস্থায় মসজিদের ভিতরে ঢুকেছিল বন্দুকবাজরা| মসজিদে প্রায় ৫০ রাউন্ড গুলি চলে|এদিনের হামলায় অল্পের জন্য প্রাণে গিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা| হামলার সময়ই মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন তাঁরা| কোওক্রমে মসজিদ থেকে ছুটে বেরিয়ে ওভালে চলে যান তাঁরা| হামলার পর বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল জানিয়েছেন, সমস্ত ক্রিকেটাররাই সুরক্ষিত আছেন| বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ক্রিকেটাররা সবাই সুরক্ষিত আছেন| বাংলাদেশের ক্রিকেটার মুসফিকর রহিম জানিয়েছেন, ‘ভাগ্যবান বলে বেঁচে গিয়েছি| এমন দিন কখনও দেখতে চাইনি|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *