যাবতীয় জল্পনার অবসান, তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন অর্জুন সিং

নয়াদিল্লি ও কলকাতা, ১৪ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গ রাজনীতিতে যাবতীয় গুঞ্জনের অবসান হল| লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং| বেশ কিছু দিন ধরেই অর্জুন সিংয়ের দলবদলের বিষয়টি নিয়ে জল্পনা চলছিল| অর্জুন সিংয়ের ইচ্ছা ছিল বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার| দিনেশ ত্রিবেদী প্রার্থী হন, তা কোনওদিনই চাননি অর্জুন| আর এ নিয়েই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে বিক্ষুব্ধ এই তৃণমূল বিধায়কের| অবশেষে বৃহস্পতিবার দুপুরে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং| এদিন দুপুরে দিল্লিতে বিজেপির সদর দফতরে কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অর্জুন সিং| কৈলাস বিজয়বর্গীয় উত্তরীয় পরিয়ে অর্জুন সিংকে বিজেপিতে স্বাগত জানান|

বুধবার রাত ৮.৩০ মিনিট নাগাদ দিল্লিগামী বিমান ধরেন অর্জুন সিং| তাঁর সঙ্গেই ছিলেন ভাটপাড়া পুরসভার ২৮ জন কাউন্সিলর, হালিশহর পুরসভার ১১ জন কাউন্সিলর, নৈহাটির ৬ জন কাউন্সিলর এবং পানিহাটি ও খড়দহ পুরসভার একাধিক কাউন্সিলর| এরপরই রাজনৈতিক মহলে শুরু হয় তুমুল জল্পনা| যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুরেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অর্জুন সিং| এদিন বিজেপিতে যোগ দেওয়ার পরই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন অর্জুন সিং| অর্জুনের কথায়, ‘৩০ বছর ধরে মমতার সঙ্গে কাজ করেছি| পুলওয়ামা জঙ্গি হামলায় ৪২-এরও বেশি জওয়ানা মারা যাওয়ার পর গোটা দেশবাসী যখন শোকস্তব্ধ, রাগে ফুঁসছে| তখন এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা| মমতার ওই মন্তব্যের দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে| তখন খুবই লজ্জিত হয়েছিলাম|’ এরপর তৃণমূলকে আক্রমণ করে অর্জুন সিং বলেছেন, ‘মা-মাটি-মানুষ এখন, মানি-মানি-মানি হয়ে গিয়েছে|’ অর্জুন বিজেপিতে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা মুকুল রায় বলেছেন, ‘মমতা রাজ ধীরে ধীরে শেষ হচ্ছে| মহাভারতের অর্জুন এখন বিজেপিতে| এখন তো সিনেমার ট্রেলার চলছে, আসন সিনেমা এখনও বাকি আছে| অর্জুন সিং যোগ দেওয়ায় বাংলায় আরও শক্তিশালী হবে বিজেপি|’

রাজনৈতিক মহলের মতে, বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট না পাওয়ায় রীতিমতো চটে গিয়েছেন অর্জুন সিং| অর্জুন চটেছেন, এমন বুঝতে পেরেও সিদ্ধান্তে কোনও বদল আনেনি তৃণমূল কংগ্রেস| অর্জুন সিং বলেছিলেন, ‘বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে চেয়েছিলাম| কারণ, ভোটাররা বর্তমান সাংসদের প্রতি ক্ষুব্ধ|’ তা সত্ত্বেও সিদ্ধান্তে কোনও পরিবর্তন আনেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল| অবশেষে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *