BRAKING NEWS

সুনন্দা পুষ্কর মৃত্যু মামলা : ১৫ মার্চ রায়দানের সম্ভাবনা

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): বারবার পিছিয়ে দেওয়া হয়েছে সুনন্দা পুষ্কর রহস্যমৃত্যু মামলার শুনানি| সম্ভবত ১৫ মার্চ, শুক্রবার এই মামলার রায়দান করতে পারে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| এর আগে গত ২১ ফেব্রুয়ারি পুনরায় পিছিয়ে দেওয়া হয় সুনন্দা পুষ্কর রহস্যমৃত্যু মামলার শুনানি| সুনন্দা পুষ্কর রহস্যমৃত্যু মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ৭ মার্চ। সেই মতো ৭ মার্চ দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে সুনন্দা পুষ্কর রহস্যমৃত্যু মামলার শুনানি শুরু হয়| কিন্তু, ওই দিন পাটিয়ালা হাউস কোর্টে সুনন্দার স্বামী তথা কংগ্রেস নেতা শশী থারুর সিট-এর দায়ের করার চার্জশিটকে চ্যালেঞ্জ করে সংশোধনী পিটিশন আনেন| এরপরই রায়দান সংরক্ষিত রাখে আদালত| অবশেষে ১৫ মার্চ সম্ভবত রায়দান হতে পারে|

উল্লেখ্য, শশী থারুরের সঙ্গে বিয়ের চার বছরের মাথায় ২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির একটি বিলাসবহুল হোটেলের ঘর থেকে সুনন্দার মৃতদেহ উদ্ধার হয়| ঘটনাচক্রে সুনন্দার মৃত্যুর আগের দিনই শশীর সঙ্গে পাকিস্তানের এক মহিলা সাংবাদিকের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে ঝগড়া করেছিলেন সুনন্দা| ময়নাতদন্তের রিপোর্ট ইঙ্গিত দেয়, সুনন্দার মৃত্যু স্বাভাবিক নয়| শশী থারুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ ধারায় এবং ৩০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *