BRAKING NEWS

বাগমায় দুটি গাড়িতে পুলিশের তল্লাসীতে কোটি টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ মার্চ৷৷ গোমতী জেলার বাগমা কড়ইমুড়ায় উদ্ধার হয়েছে প্রায় কোটি টাকার গাঁজা৷ মঙ্গলবার রাত প্রায় একটা নাগাদ উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের এই সব নিষিদ্ধ নেশাদ্রব্য গাঁজা৷

জানা গেছে, উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রিপ্রসাদ দাসের নেতৃত্বে কিল্লা থানার ওসি বিশ্বজিত দেববর্মার সহযোগিতায় কোটি টাকার গাঁজা উদ্ধারের পাশাপাশি দুটি গাড়ি আটক করা হয়েছে৷ তবে এর সঙ্গে কাউকে ধরতে পারেনি পুলিশ৷

বুধবার ঘটনার বিবরণ দিয়ে গোমতীর পুলিশ সুপার এ আর রেড্ডি জানান, মঙ্গলবার রাতে কিল্লা থানার ওসি বিশ্বজিত দেববর্মাকে সঙ্গে নিয়ে এসডিপিও হিমাদ্রিপ্রসাদ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উদয়পুর মহকুমাধীন বাগমার কড়ইমুড়া সুকলের মাঠে সন্দেহভাজন দুটি গাড়ি দেখে এগিয়ে যায়৷ তাঁরা গিয়ে দেখেন এক গাড়ি থেকে অন্য গাড়িতে বোঝাই করা হচ্ছে গাঁজার অসংখ্য প্যাকেট৷ প্যাকেটগুলিকে পুলিশের দল নিজেদের কবজায় নিয়ে উদ্ধার করে ১২৩ প্যাকেট শুকনো গাঁজা৷

পুলিশ সুপার এ আর রেড্ডি জানিয়েছেন, কড়ইমুড়া সুকলের মাঠে টিআর ০১ এই ১৭২৩ নম্বরের টাটা ৪০৭ মডেলের একটি গাড়ি এবং এএস ০১ এসি ২৫২৯ নম্বরের ট্যাঙ্কারকে দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়৷ তাঁরা এগিয়ে গিয়ে গাঁজা উদ্ধারের পাশাপাশি দুই গাড়িকে আটক করে ধবজনগরে অবস্থিত জেলা পুলিশ হেড কোয়ার্টারে নিয়ে আসা হয়৷ এখানে এগুলির ওজন করা হয়৷ পুলিশ সুপার জানান, ১২৩ প্যাকেটে প্রায় হাজার কেজি গাঁজার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা৷ তবে গাঁজা ও গাড়ি আটক করা হলেও এর সঙ্গে কাউকে গ্রেফতার করা যায়নি৷ তিনি জানান, রাতের অন্ধকারে পুলিশের হানা টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ অবশ্য এদের ধরতে খুব বেশি সময় লাগবে না৷ গাড়ির মালিকের সন্ধান পেলেই গাঁজা পাচারের সঙ্গে জড়িতদের আটক করতে তাঁরা সক্ষম হবেন, জানান এসপি এ আর রেড্ডি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *