আমেরিকায় আছড়ে পড়ল বম্ব সাইক্লোন, বন্ধ স্কুল-কলেজ– দোকান

ফ্লোরিডা, ১৪ মার্চ (হি. স.) : আমেরিকার বিস্তীর্ণ এলাকায় আছড়ে পড়ল বরফ ঝড়। এই ঝড়ের নাম দেওয়া হয়েছে বম্ব সাইক্লোন। যার জেরে পুরু বরফে ঢেকেছে ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনার মতো এলাকা। প্রবল তুষারপাতের জেরে বন্ধ হয়ে গিয়েছে স্কুল-কলেজ, দোকান। উপকূলবর্তী এলাকাগুলিতে প্রায় ১০০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে।

শনিবার পর্যন্ত এই ঝড় চলবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। তুষারঝড়ের কারণে পাঁচ থেকে আট ইঞ্চি পুরু বরফের স্তর জমতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা। উত্তরের ঠাণ্ডা হাওয়া ও মধ্য আটলান্টিক থেকে আসা উষ্ণ হাওয়ার সংঘাতের জেরেই এই ঝড়ের উৎপত্তি। বৃহস্পতিবার থেকে নিউ জার্সি, ফিলাডেলফিয়ায় কমতে শুরু করবে তাপমাত্রা। শুক্র, শনিবারে যা হিমাঙ্কের ১৫ ডিগ্রি নিচে নেমে যেতে পারে। অন্যদিকে, ঝড় ও তুষারপাতের জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় এখনও পর্যন্ত হাজারের ওপর উড়ান বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *