BRAKING NEWS

লোকসভা নির্বাচনে দুটি আসনেই লড়বে বিজেপি, সাহায্য চাইল আইপিএফটির কাছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ লোকসভা নির্বাচনে রাজ্যে দুটি আসনেই লড়বে বিজেপি৷ জোট শরিক আইপিএফটি’র কাছে সাহায্য চেয়েছে বিজেপি৷ লোকসভায় একটি আসনের বিনিময়ে এডিসিতে ২০টি আসন আইপিএফটিকে দেওয়া হবে, প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷ বুধবার রাজ্য সফরে এসে জোট শরিক আইপিএফটির সাথে বৈঠকে একথা স্পষ্ট করে দিয়েছেন তিনি৷ অবশ্য, আগামীকাল যীষ্ণু দেববর্মার সাথে বৈঠকের পর আসন সমঝোতা নিয়ে সমস্ত কিছু স্থির হবে বলে জানিয়েছেন, আইপিএফটি সহ সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা৷ এদিকে, বিজেপি প্রদেশ কমিটি আজ রাম মাধবের কাছে পশ্চিম ত্রিপুরা আসনে তিন জন এবং পূর্ব ত্রিপুরা আসনে দুই জন প্রার্থীর নাম প্রস্তাব করেছে৷ তাঁদের মধ্যে থেকেই লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাই করা হবে দলীয় সূত্রে জানা গেছে৷ তবে, বিকল্প প্রার্থীও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ভেবে রেখেছেন, এমনটাই দাবি সূত্রের৷

এদিন মাত্র ৪৫ মিনিটেই শেষ হয়ে গেছে আইপিএফটি এবং বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধবের মধ্যস্থতায় অনুষ্ঠিত আসন সমঝোতা সংক্রান্ত বৈঠক৷ আজ বিজেপি এবং আইপিএফটি নেতাদের নিয়ে রাজ্যের দুই আসনে সমঝোতা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্টেট গেস্ট হাউসে৷

আইপিএফটি’র তরফে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি তথা মন্ত্রী এনসি দেববর্মা, সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া, সহ সভাপতি অনন্ত দেববর্মা, সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা, মহিলা নেত্রী স্বপ্ণা দেববর্মা-সহ অন্যান্য নেতারা৷ বৈঠক শেষে এনসি দেববর্মা সংবাদ মাধ্যমকে জানান, লোকসভা নির্বাচনে আসন বণ্টন সংক্রান্ত বৈঠক এখনও শেষ হয়নি৷ আগামীকালও বৈঠক চলবে৷ রাম মাধব আগামীকাল আগরতলায় থাকবেন না৷ তবে বিজেপি-র তরফে এই বৈঠকের নেতৃত্ব দেবেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ এনসি আরও জানান, তাঁরা রাম মাধবের কাছে দাবি জানিয়েছেন, পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনটি আইপিএফটি-কে ছেড়ে দিতে৷ তা না হলে তাঁরা দুটি আসনে এককভাবে প্রার্থী দেবে৷ আলোচনায় তিনি আশা করছেন, জোটসঙ্গী তাঁদের এই দাবি মানবে৷

অপর দিকে বৈঠক শেষে বেরিয়ে আসার সময় রাম মাধবও জানান, আসন সমঝোতা নিয়ে আইপিএফটির সাথে আলোচনা শেষ হয়নি এখনও৷ আগামীকাল অনুষ্ঠেয় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ তিনি জানান, আইপিএফটি পূর্ব ত্রিপুরা আসন তাদের জন্য দাবি করেছে৷ তবে ত্রিপুরায় যাতে বিজেপি প্রার্থীরা দুটি আসনেই প্রতিতদ্বন্দ্বিতা করতে পারেন তার পরিপ্রক্ষিতে উভয় দলের মধ্যে আলোচনা চলছে, জানান বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷ সাথে যোগ করেন, লোকসভা নির্বাচনে বিজেপি সহযোগিতা করার জন্য আইপিএফটি’র কাছে আবেদন জানানো হয়েছে৷

সূত্রের খবর, আইপিএফটিকে এডিসিতে অধিকাংশ আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাম মাধব৷ অন্তত ২০টি আসন এডিসিতে আইপিএফটিকে দেওয়া হবে৷ তার বদলে লোকসভায় তারা কোন আসন দাবী করতে পারবেন না৷ কিন্তু, আইপিএফটি তাতে রাজী হচ্ছে না৷ এদিন আইপিএফটি সহ সাধারণ সম্পাদক জানিয়েছেন, বৃহস্পতিবার যীষ্ণু দেববর্মার সাথে আসন সমঝোতা নিয়ে চুড়ান্ত আলোচনা হবে৷ তাঁর কাছেও দল লোকসভায় একটি আসনের দাবি জানাবে৷ তাঁর কথায়, ওই বৈঠকের পরেই স্থির হবে লোকসভা নির্বাচনে আইপিএফটি এককভাবে লড়বে নাকি বিজেপির সাথে সমঝোতা করবে৷ তিনি জানান, আইপিএফটি প্রার্থী চুড়ান্ত করে রেখেছে৷ আগামীকালের বৈঠকে কোন রফা না হলে, আগামী ১৭ মার্চ সন্ধ্যায় কিংবা ১৮ মার্চ সকালে প্রার্থী ঘোষণা করবে আইপিএফটি৷

এদিকে, উত্তর-পূর্বাঞ্চলে ২৫-র মধ্যে কম করে ২০টি আসনে বিজয়ী হবে বলে বিজেপি আশাবাদী৷ এদিন আগরতলায় বিজেপির এক উচ্চস্তরের বৈঠক অনুষ্ঠিত হয়৷ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই বৈঠকে রাম মাধব, সর্বভারতীয় সম্পাদক তথা ত্রিপুরার পর্যবেক্ষক সুনীল দেওধর, দলের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ, সাধারণ সম্পাদক প্রতিমা ভৌমিক-সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিজেপির সব মন্ত্রী ও বিধায়ক৷

বৈঠক শেষে রাম মাধব সংবাদ মাধ্যমকে জানান, বিজেপি এবং এনডিএ উত্তরপূর্ব ভারতের মোট ২৫টি আসনের মধ্যে ২০-এর বেশি আসনে জয়ী হবে৷ গত লোকসভা নির্বাচনে সারা দেশে বিজেপি যত আসন পেয়েছিল এবার এর চেয়ে বেশি আসন পেয়ে ক্ষমতায় আসছে দল৷

এদিকে, আজ বিজেপি প্রদেশ কমিটি রাম মাধবের কাছে লোকসভা নির্বাচনে প্রার্থী নির্ণয়ের জন্য কয়েকজনের নাম প্রস্তাব করেছে৷ সূত্রের খবর, পশ্চিম ত্রিপুরা আসনে সুবল ভৌমিক, প্রতিমা ভৌমিক এবং মানিক সাহা ও পূর্ব ত্রিপুরা আসনে যীষ্ণু দেববর্মা এবং রামপদ জমাতিয়ার নাম প্রস্তাব করেছে বিজেপি প্রদেশ কমিটি৷ তাঁদের মধ্যে থেকেই প্রার্থী বাছাই করা হবে বলে সূত্রে দাবি৷ তবে, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বিকল্প প্রার্থীও ভেবে রেখেছে বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *