BRAKING NEWS

ফায়ার সার্ভিসের ছাড়পত্র মিলেছে, আজ থেকে চালু হবে চারটি বাণিজ্যিক সংস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ ফায়ার সার্ভিসের ছাড়পত্র পেয়েছে বিগবাজার, এমএল প্লাজা, রূপসী মাল্টিপ্লেক্স এবং সোনার তরী হোটেল৷ শুক্রবার হাইকোর্টের নির্দেশে পুনরায় খুলতে চলেছে সরকারের রোষের শিকার সংশ্লিষ্ট চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠান৷ আগামীকাল শনিবার থেকে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে এই চার সংস্থার কাজকর্ম৷

জানা গেছে, চারটি বাণিজ্যিক সংস্থা বিগবাজার, এমএল প্লাজা, রূপসী মাল্টিপ্লেক্স এবং সোনার তরী হোটেলের বিরুদ্ধে দমকল বিধি আইন না মানার অভিযোগ ওঠায় তাদের ব্যবসার দরজা বন্ধ করে দিয়েছিল প্রশাসন৷ পরবর্তীতে মামলাটি ত্রিপুরা উচ্চ আদালতে ওঠে৷ শুনানি শেষে শুক্রবার আদালত ফায়ার সার্ভিসের ছাড়পত্র দিয়েছে চার সংস্থাকে৷ এই ছাড়পত্র পেয়েই পুনরায় শনিবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে এগুলি৷ এদিন থেকে বিগবাজার, এমএল প্লাজা, রূপসী মাল্টিপ্লেক্স ও সোনার তরী হোটেলের কর্মচারীরা যথারীতি কাজকর্ম চালাবেন৷

উল্লেখ্য, গত বুধবার রাতে আগরতলার রূপসী মাল্টিপ্লেক্সে হানা দেয় মহকুমা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি দল৷ তারা এদিন রাতে আগরতলার রূপসী মাল্টিপ্লেক্সে হানা দিয়ে মেশিনপত্র, মালামাল-সহ বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে৷ বন্ধ করে দেওয়া হয় মাল্টিপ্লেক্সের চারটি সিনেমা হল৷ দমকল বিধি আইন না মানার কারণেই রূপসী সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছিল৷ পাশাপাশি একই কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল বিগ বাজার এবং সোনার তরী হোটেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *