BRAKING NEWS

দেশে রেলের প্রতিটি ডিভিশনে বম্ব ডিস্পোজাল স্কোয়াড মোতায়েন করার সিদ্ধান্ত

নয়াদিল্লি, ২২ ফেব্রুি.স.): পুলওয়ামার জঙ্গি হামলায় ৪৯ জওয়ানদের শহিদ হয়েছেন | এখনও ভারতে হামলার হুমকি দিচ্ছে বিভিন্ন জঙ্গি সংগঠন | এই পরিস্থিতি দেশের প্রতিটি ডিভিশনে বম্ব ডিস্পোজাল স্কোয়াড মোতায়েন করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল৷


পুলওয়ামাতে জঙ্গি হামলায় পর রেল নিজেদের সুরক্ষা ব্যবস্থা আঁটোসাটো করতে সক্রিয় হয়ে উঠেছে৷ হামলার জন্য অনেক সময়েই রেলওয়েকে বেছে নেওয়া হয়৷ এর আগে একাধিকবার রেলকে টার্গেট করাও হয়েছে৷ এই বিষয়গুলিকে মাথায় রেখে রেল নিজের সুরক্ষা ব্যবস্থার উপর জোর দিচ্ছে৷ এই সুরক্ষা ব্যবস্থার অঙ্গ হিসেবে দেশের প্রতিটি ডিভিশনে বম্ব ডিস্পোজাল স্কোয়াড মোতায়েন করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল৷ রেল সূত্রে খবর, দেশ জুড়ে রেলওয়ের ৬৭টি ডিভিশন রয়েছে৷ প্রত্যেকটি ডিভিশনে নিজেদের বম্ব ডিসপোজাল স্কোয়াড থাকবে৷ এই বিষয়ে একটি প্রস্তাব তৈরি করা হয়েছে |

রেল আধিকারিকরা মনে করছেন রেলের সুরক্ষা ব্যবস্থা যথাযথ করার জন্য বম্ব স্কোয়াড অত্যন্ত প্রয়োজনীয়৷ এই স্কোয়াড সরাসরি আরপিএফের সঙ্গে যুক্ত থাকবে৷ বম্ব ডিটেকশন এবং ডিসপোজালের জন্য বিশেষ ধরনের গাড়ি তৈরি করা হচ্ছে৷ জানা যাচ্ছে আগামী ছ’মাসের মধ্যে এই ব্যবস্থা করা হবে৷ আপাতত, রেলওয়ের সুরক্ষার জন্য স্টেশন এবং সংলগ্ন এলাকাগুলিতে সুরক্ষা ব্যবস্থা বাড়ানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *