সিওল শান্তি পুরস্কারে সম্মানিত মোদী, ফের সন্ত্রাসবাদ নির্মূলের ডাক দিলেন প্রধানমন্ত্রী

সিওল ও নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে আরও একটি নতুন পালকের সংযোজন| বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক সহযোগিতায় অবদানের জন্য ২০১৮ সালে ‘সিওল শান্তি পুরস্কার’-এ মনোনীত করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে| অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হল ‘সিওল শান্তি পুরস্কার’| দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী, শুক্রবার ‘সিওল শান্তি পুরস্কার’ হাতে তুলে নেওয়ার পর প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই পুরস্কার ব্যক্তিগতভাবে শুধুমাত্র আমার নয়, বরং গোটা ভারতবাসীর| বিগত ৫ বছরের ভারত যে পরিমাণে সাফল্য অর্জন করেছে, তা ১.৩ বিলিয়ন ভারতবাসীর জন্যই|’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘এ বছর মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মজয়ন্তী উদযাপন চলছে, এ বছরই সিওল শান্তি পুরস্কারে সম্মানিত হওয়ায় আমি গর্বিত|’


‘সিওল শান্তি পুরস্কার’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়| মোদীর জীবন ও সাফল্যের উপর তৈরি একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়| পুরস্কার প্রদানের সময় মোদীনমিকসে’-র প্রশংসা করে পুরস্কার কমিটি জানায়, ধনী ও গরিবের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|’ এযাবত্ ১৪ জন ব্যক্তি সিওল শান্তি পুরস্কার পেয়েছেন| নরেন্দ্র মোদী হলেন তাঁদের মধ্যে ১৪ তম| নরেন্দ্র মোদীর আগে রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল সিওল শান্তি পুরস্কার পেয়েছিলেন| ১৯৯০ সালে সিওলে ২৪ তম অলিম্পিক গেমসে আয়োজনের সাফল্যের কারণে সিওল শান্তি পুরস্কার দেওয়া হয়| এদিনের অনুষ্ঠানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সিওল অলিম্পিকের (১৯৮৮) সপ্তাহখানেক আগে, আল-কায়েদা নামে একটি সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল| বর্তমানে সন্ত্রাসবাদ বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে| যা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি| সময় এসে গিয়েছে, হাতে হাত মিলিয়ে সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক নির্মূল করতে হবে| আর এভাবেই ঘৃণার পরিবর্তে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে|’দক্ষিণ কোরিয়া সফর শেষে শুক্রবারই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ‘সিওল শান্তি পুরস্কার’-এ সম্মানিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত মেহবুবা মুফতি জানিয়েছেন, ‘সিওল শান্তি পুরস্কারে জয়ী হওয়ার জন্য অভিনন্দন প্রধানমন্ত্রী| কিন্তু স্যার, গোটা দেশে কাশ্মীরিদের উপর হামলা নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন…’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *