BRAKING NEWS

আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দ্রা কোচারের বিরুদ্ধে লুক আউট নোটিশ সিবিআইয়ের

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দ্রা কোছারের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই৷আইসিআইসিআই ব্যাঙ্কের ডিরেক্টর থাকাকালীন ভিডিওকনের এমডি বেনুগোপালকে ৩,২৫০ কোটি টাকার ঋণ পাইয়ে দিয়েছিলেন চন্দ্রা কোছার। সেই ঋণ পাওয়ার পরিবর্তে বেনুগোপাল চন্দ্রার স্বামী দীপক কোচারের সংস্থায় ৬৪ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলে অভিযোগ। সেই কারণেই এই ঋণ ভিডিওকনকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয় সিবিআইয়ের কাছে। এই দুর্নীতি মামলার তদন্তের জন্য সিবিআইয়ের কাছে সরাসরি অভিযোগ জানানো হয়েছিল।এই অভিযোগ সামনে আসতেই আইসিআইসিআই ব্যাঙ্কের বোর্ড চন্দ্রা কোছারকে ডিরেক্টর পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয়। এরপরই ব্যাঙ্কের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চন্দ্রা কোছার৷ মামলায় চন্দ্রা কোছার এবং তাঁর স্বামী দীপক কোচারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে।


এর আগে আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিএমডি চন্দ্রা কোছার তাঁর স্বামী দীপক কোছার ও ভিডিওকনের প্রোমোটার বেণুগোপাল ধূতের নামে লুক আউট সার্কুলার জারি করা হয়েছিল বলে খবর ছড়িয়ে পড়েছিল৷ সেই সময় ভিডিওকনের প্রোমোটার জানিয়েছিলেন, ওই খবর আসলে পুরোপুরি মিথ্যা রটনা৷ ধূতের বক্তব্য ছিল, তাঁর পাসপোর্টের মেয়াদ দুমাস আগেই শেষ হয়েছে৷ তাছাড়া তিনি গত পাঁচবার বিদেশে যাননি বলেও দাবি করেছেন৷ তিনি জানান, ভগবান দেখছে এবং তিনিই শাস্তি দেবেন যারা এই সব কথা রটাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *