BRAKING NEWS

বিশ্বকাপে দল বাছাইয়ের আগে ক্রিকেটারদের পরীক্ষা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজ ও পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ক্রিকেটারদের একবার দেখে নিতে চাইছেন বিরাট কোহালিরা। রবিবার প্রথম টি-২০তে ভারতের ১১ জনের মধ্যে ওপেনিংয়ে রোহিত শর্মা নিশ্চিত ভাবেই থাকতে পারেন। কুড়ি ওভারের ক্রিকেটে তিনিই বিশ্বের সর্বাধিক রান সংগ্রহকারী। নিউজিল্যান্ডে তিন ম্যাচের টি-২০ সিরিজে তিন ম্যাচে তাঁর ব্যাটে এসেছিল ৮৯ রান। গত দুই বছর ধরে কুড়ি ওভারের ফরম্যাটে দারুণ ফর্মে রয়েছেন শিখর ধওয়ন। তবে নিউজিল্যান্ডে তিন ম্যাচের সিরিজে সেরা ছন্দে ছিলেন না তিনি। তিন ম্যাচে করেন ৬৪ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ তাই ছন্দে ফেরার মঞ্চ হয়ে উঠছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই একদিনের ও তিন ম্যাচের টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহালিকে। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধেও টি-২০তে খেলেননি তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ তাই এই ফরম্যাটে কোহালিকে ফের দাপট দেখানোর সুযোগ এনে দিচ্ছে। নিউজিল্যান্ডে তিন ম্যাচে তাঁর ব্যাটে এসেছে ৮১ রান। মহেন্দ্র সিংহ ধোনি নতুন বছরে রয়েছেন দারুণ ছন্দে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ভরসা দিয়েছেন তিনি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ তাঁর কাছেও জরুরি। বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।অলরাউন্ডার হিসেবে বিজয় শঙ্কর ক্রমশ নিজের গুরুত্ব বুঝিয়েছেন। নিউজিল্যান্ডে সিরিজের পঞ্চম একদিনের ম্যাচে যেমন ১৮ রানে চার উইকেট পড়ার পর মূল্যবান ৪৫ রান করেন তিনি। তিন ম্যাচের টি-২০ সিরিজে তাঁর ব্যাটে আসে ৮৪ রান।ঝোড়ো ব্যাটিং ও আগ্রাসী বোলিং। পেসার-অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়াই দলের পয়লা নম্বর পছন্দ। ফিনিশার হিসেবেও তাঁর প্রয়োজনীয়তা অসীম। তবে নিউজিল্যান্ডে টি-২০ সিরিজে সেরা ছন্দে তিনি ছিলেন না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ক্রুনাল পান্ডিয়া ব্যাটে-বলে ধারাবাহিক থেকেছেন। দ্বিতীয় টি-২০তে ম্যাচের সেরাও হন ২৮ রানে তিন উইকেট নিয়ে। পাশাপাশি ব্যাটেও লোয়ার অর্ডারে ভরসা দিয়েছেন তিনি। লেগস্পিনার যজুবেন্দ্র চহাল আবার আক্রমণাত্মক লেগস্পিনার হিসেবে অধিনায়কের আস্থা অর্জন করেছেন। মিডল ওভারে বিপক্ষ ইনিংসে আঘাত হানতে তিনিই ভারতের পয়লা বাজি। অবশ্য তাঁকে বিশ্রাম দিয়ে নবীন লেগস্পিনার ময়াঙ্ক মারকান্ডেকে খেলানো হতে পারে। বিশ্রামের পর জাতীয় দলে ফিরছেন তরতাজা জশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ওভারের ক্রিকেটে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। বিশ্বকাপে তাঁর খেলা নিশ্চিত। এই সিরিজ তাই বুমরার আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার মঞ্চ।
উমেশ যাদব একদিনের দলে ফিরেছেন বিদর্ভের হয়ে রঞ্জিতে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে। প্রাথমিক ভাবে ভারতের বিশ্বকাপের ভাবনায় তিনি ছিলেন না। কিন্তু এই সিরিজে দাপট দেখাতে পারলে বিশ্বকাপের স্কোয়াডে ঢুকে পড়তেও পারেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *