BRAKING NEWS

রূপসী সিনেমা হল, বিগ বাজার ও হোটেল সোনারতরী বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী৷৷ জন নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত রূপসী সিনেমা হল, বিগ বাজার ও হোটেল সোনারতরী বন্ধ থাকবে৷ সেখানে বাণিজ্যিক আদান প্রদানে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে৷ মঙ্গলবার জনস্বার্থ মামলায় এই রায় দিয়েছে উচ্চ আদালত৷ রূপসী সিনেমা হল, বিগ বাজার ও হোটেল সোনারতরী কর্তৃপক্ষ আদালতে মুচলেকা দিয়ে প্রতিষ্ঠান বন্ধ রাখবে জানিয়েছেন৷ ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে অগ্ণি নির্বাপক সুরক্ষা ব্যবস্থায় ঘাটতির কারণে দায়ের জনস্বার্থ মামলায় উচ্চ আদালতের নির্দেশে এই তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বুধবার থেকে বন্ধ থাকবে৷


এম এল প্লাজা বহুতলটি নির্মাণ হওয়ার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছিল না৷ র্যাম্প নির্মণ করেনি বহুতল কর্তৃপক্ষ, তার জন্য তাদের উতিপূর্বে উচ্চ আদালতের রোষানলে পড়তে হয়েছিল৷ কিন্তু, ওই বহুতলটিতে রূপসী সিনেমা হল এবং বিগ বাজারে অগ্ণিনির্বাপক ব্যবস্থায় ঘাটতি রয়েছে বলে অভিযোগ উঠে৷ অগ্ণিনির্বাপক দপ্তর থেকে তাদের এনওসি পুণঃনবিকরণ করা হয়নি৷ কারণ রূপসী সিনেমা হল এবং বিগ বাজারের অগ্ণি নির্বাপক ব্যবস্থায় ত্রুটি ছিল৷ এদিক, হোটেল সোনারতরীতেও অগ্ণিনির্বাপক ব্যবস্থা নিয়ে দমকল বিভাগ এনওসি দেয়নি, কারণ ওই হোটিলটি নির্মাণ করার সময় আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিয়ম মানা হয়নি৷ ফলে তাদের এনওসি দেয়নি দমকল বিভাগ৷ এই সমস্ত বিষয়ে আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়৷
এই জনস্বার্থ মামলায় মঙ্গলবার উচ্চ আদালতে চূড়ান্ত শোনানী হয়৷ উচ্চ আদালতের মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ এই মামলায় ওই তিনটি প্রতিষ্ঠান আগুন নিয়ন্ত্রণে নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন৷
উচ্চ আদালত এদিন রায়ে জানিয়েছেন জননিরাপত্তায় কোন আপোষ করা যাবে না৷ তবে, নিয়ম মেনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে ওই প্রতিষ্ঠানগুলি পুণরায় চালু করার বিষয়ে বিবেচনা করা হবে৷ একদিনের সময় সীমা বেঁধে দিয়ে ওই প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নিয়ে আদালতে জানাতে বলা হয়েছে৷ পাশাপাশি নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ থেকে অনুমতি আদায় করার জন্যও তাদের বলা হয়েছে৷ নিয়ম বহির্ভূত ভাবে কোনও কাজ করা হলে প্রতিষ্ঠান চালু করার ক্ষেত্রে সম্মতি মিলবে না বলে উচ্চ আদালতে রায়ে স্পস্ট উল্লেখ করেছে৷ আগামী ২২ ফেব্রুয়ারী এই মামলায় ওই তিন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষদের মুচলেকার ভিত্তিতে শুনানী হবে উচ্চ আদালতে৷ প্রসঙ্গত, উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে রাজ্য প্রশাসন আগরতলায় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে নির্মাণ কাজ নিয়ম বহির্ভূতভাবে হয়েছে কিনা তা খতিয়ে দেখবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *