BRAKING NEWS

অসুস্থ রবার্ট বঢরা, হাজিরা দিতে পারলেন না ইডি-র দফতরে

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): চলতি মাসের ৬ তারিখ ৫ ঘন্টারও বেশি সময় ধরে ম্যারাথন জেরা করা হয়েছিল রবার্ট বঢরাকে| লণ্ডনে বেনামি সম্পত্তি কেনাবেচার অভিযোগে ৭ ফেব্রুয়ারিও দীর্ঘ সময় ধরে জেরা করা হয়েছিল রবার্টকে| ৬ এবং ৭ ফেব্রুয়ারি, পর পর দু’দিন প্রায় ১৫ ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করার পর গত ৯ ফেব্রুয়ারিও রবার্টকে তৃতীয় রাউণ্ডের জন্য জেরা করেন ইডি-র তদন্তকারী অফিসাররা| জেরায় ইডি প্রশ্ন তুলেছিল, লণ্ডনের বিপুল পরিমাণ সম্পত্তির মালিক তিনি যদি না হয়ে থাকেন, তাহলে রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর পরিমাণে টাকা খরচ করেছেন কেন? ৬, ৭ ও ৯ ফেব্রুয়ারি পরপর ৩ দিন জেরা করার পর, রবার্টকে আবারও সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)|

মঙ্গলবার ইডি-র দফতরে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রবার্টকে| কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার ইডি-র দফতরে হাজিরা দিতে পারলেন না রবার্ট। রবার্ট বঢরা-র আইনজীবী কে টি এস তুলসী জানিয়েছেন, ‘রবার্টকে হাজিরার জন্য সমন পাঠানো হয়েছিল, কিন্তু অসুস্থতার জন্য তিনি হাজিরা দিতে পারবেন না। খাবারে বিষক্রিয়ার জন্য সোমবার রাত থেকে তিনি অসুস্থ। ডায়রিয়া এবং বমি ভাব অনুভব করছেন রবার্ট।’
প্রসঙ্গত, ইতিমধ্যেই রবার্টকে দিয়ে মুচলেকা লিখিয়ে নিয়েছে ইডি| তদন্তের প্রয়োজনে যখনই ডাকা হবে, তখনই ইডি-র তদন্তকারী অফিসারদের সামনে হাজিরা দিতে হবে রবার্টকে| রবার্টের বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি বেনামে লণ্ডনে ছ’টি ফ্ল্যাট এবং দু’টি বাড়ি কিনেছেন| তবে, রবার্টকে ইডি জেরা করার অনুমতি পেলেও, এখনই তাঁকে গ্রেফতার করতে পারবে না তদন্তকারী সংস্থা| কারণ, আগামী ২ মার্চ পর্যন্ত রবার্ট বঢরাকে আগাম জামিন প্রদান করেছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *