BRAKING NEWS

জেলা শাসকের কাছে ডেপুটেশন উদ্বাস্তু উন্নয়ন কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ ১৯৯৮ থেকে ২০০০ সাল ও তারও কিছু পরে রাজ্যের বিভিন্ন স্থানে জঙ্গীদের হামলা হুজ্জুতির শিকার হয়ে যারা উদ্বাস্তুর জীবন যাপন করছেন তারা তাদের দাবী আদায়ে লাগাতর আন্দোলন করে যাচ্ছে৷ পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচীর অঙ্গ হিসেবে সোমবার উদ্বাস্তুরা রাজধানী আগরতলা শহরে একটি মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে দাবী সনদ তুলে দিয়েছে৷

তাদের দাবী হচ্ছে উদ্বাস্তু হিসেবে সরকারী স্বীকৃতি, পুনর্বাস এবং এককালীন আর্থিক সহায়তা করা৷ পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির ব্যানারে এদিন তারা আন্দোলন কর্মসূচী গ্রহণ করেছিল৷ জেলা শাসকের অফিসে গিয়ে তাদের দাবী সনদ পেশ করেছেন৷ প্রসঙ্গত, বিশেষ করে টাকারজলা, জম্পুইজলা, গোলাঘাটি, গাবর্দী, জারুলবাচাই প্রভৃতি এলাকায় একসময় উগ্রপন্থী দৌরাত্ম্য ছিল৷ সেই সময় জঙ্গীদের কার্যকলাপে বাড়িঘর ফেলে নিরাপদ স্থানে চলে গিয়েছিল৷ তারাই আজ উদ্বাস্তুর জীবন যাপন করছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *