শোকাচ্ছন্ন জম্মুতে দ্বিতীয় দিনে পড়ল কারফিউ, বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা

জম্মু, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় সিআরপিএফ জওয়ানের মৃতু্যর পর থেকেই উত্তাল জম্মু| জঙ্গি হামলার প্রতিবাদে বজরং দল-সহ বেশ কিছু সংগঠন জম্মুতে বনধের ডাক দেয়| বনধকে ঘিরে কয়েক জায়গায় সংঘর্ষও হয়| অসংখ্য গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া| অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কায় শুক্রবারই বিস্তীর্ণ এলাকায় কারফিউ জারি করা হয়| শোকাচ্ছন্ন জম্মুতে দ্বিতীয় দিনে পড়ল কারফিউ| শনিবার সকালেও জম্মুতে কারফিউ জারি রয়েছে| শুক্রবারের মতো এদিনও মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে|


প্রশাসনের পদস্থ এক কর্তা জানিয়েছেন, ‘পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কারফিউ জারি থাকবে| আইন-শৃঙ্খলা পরিস্থিতির এখন নজর রাখা হচ্ছে|’ অশান্তির আশঙ্কায় শুক্রবারই মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়| পরিস্থিতির এখনও বিশেষ কোনও উন্নতি না হওয়ায় শনিবারও মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে| এদিকে, পুনরায় তদন্তের জন্য শনিবার সকালে আবারও পুলওয়ামা জঙ্গি হামলার বিস্ফোরণস্থলে পেঁৗছল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)| এদিন সকালে এনআইএ-এর বিশেষ টিম বিস্ফোরণস্থলে পেঁৗছে বেশ কিছু বিষয় খতিয়ে দেখেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *