BRAKING NEWS

যাত্রা শুরুর একদিন পরই থমকে গেল ‘বন্দে ভারত এক্সপ্রেস’, শুরুতেই হোঁচট খেল সেমি-হাইস্পিড ট্রেন

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): মাত্র ৮ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে দিল্লি থেকে বারাণসীতে| শুক্রবারই ‘সেমি-হাইস্পিড ট্রেন’ ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর যাত্রা শুরু হয়েছে| নিউ দিল্লি স্টেশন থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম সেমি-হাইস্পিড ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী| উদ্বোধনের পরদিনই, শনিবার সকালে দিল্লি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের টুন্ডলা জংশন স্টেশনের কাছে থমকে গেল ‘বন্দে ভারত এক্সপ্রেস’| অগত্যা, শুরুতেই হোঁচট খেল সেমি-হাইস্পিড ট্রেন ‘বন্দে ভারত এক্সপ্রেস’|


শুক্রবার সকালে নিউ দিল্লি স্টেশন থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| দিল্লি থেকে বারাণসী দূরত্ব ৭৮০ কিলোমিটার| মাত্র ৮ ঘন্টায় দিল্লি থেকে বরাণসী পৌঁছে যাবে ‘বন্দে ভারত এক্সপ্রেস|’ যদিও, এখনও বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়নি| বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে রবিবার থেকে|


শুক্রবার রাতেই বারাণসী থেকে নিউ দিল্লি রেল স্টেশন অভিমুখে রওনা দেয় ‘বন্দে ভারত এক্সপ্রেস|’ যাত্রীদের মধ্যে ছিলেন রেলের উচ্চপদস্থ কর্তা, বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরাও| রেল সূত্রের খবর, শনিবার সকালে দিল্লি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের টুন্ডলা জংশন স্টেশনের কাছে ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর চাকায় গোলযোগ দেখা যায়| এর ফলে দীর্ঘ সময়ের জন্য আটকে যায় সেমি-হাইস্পিড ট্রেন| রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘শনিবার সকাল ৬.৩০ মিনিট থেকে টুন্ডলা থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে দাঁড়িয়ে ছিল বন্দে ভারত এক্সপ্রেস|

সম্ভবত গবাদি পশু ট্রেনের নিচে চাপা পড়ায় এই বিভ্রাট| এটি বাণিজ্যিক ট্রেন চলাচল নয়| ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল| ট্রেনের নিচ থেকে গবাদি পশু সরানোর পর, সকাল ৮.১৫ মিনিট থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস|’ রেল সূত্রের খবর, ‘বন্দে ভারত এক্সপ্রেস’ শুধুমাত্র দিনের আলোতেই চলাচল করবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *