জেইএম এবং মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পাকিস্তানের কর্তব্য, পুলওয়ামা জঙ্গি হামলার প্রেক্ষিতে বক্তব্য সেনাপ্রধানের

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ, ফের ভয়ানক জঙ্গি হামলায় কেঁপে উঠল ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার গোরিপোরা এলাকায় জৈইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলায় অকালে প্রাণ হারালেন কমপক্ষে ৪২ জন সিআরপিএফ জওয়ান। গুরুতর জখম আরও অনেকে। ঘটনার তীব্র নিন্দা ও সমালোচনা চলছে দেশের বিভিন্ন স্তর থেকে শুরু করে রাজনৈতিক মহল এমনকি সোশ্যাল মিডিয়াতেও। আন্তর্জাতিক স্তরেও প্রত্যেকেই এই হিংস্র কাপুরুষোচিত হামলার নিন্দা করেছেন।


সেনাপ্রধান জেনারেল ভি কে সিং ঘটনার তীব্র সমালোচনা করে বলেছেন, \”যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হোক। এটি একটি অত্যন্ত দুঃখজনক এবং শোচনীয় ঘটনা। এমনই একটি ঘটনা যার বদলা নেওয়া উচিত আমাদের, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।\” পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি বলেন, \”জইশ-ই-মহম্মদ এবং মাসুদ আজহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই এখন পাকিস্তানের কর্তব্য।\” অন্যদিকে, প্রাক্তন সেনাপ্রধান বিক্রম সিং জানিয়েছেন, \”এই হামলায় দেখা যাচ্ছে জঙ্গিদের আক্রমণের কৌশল পরিবর্তিত হয়েছে। অনেকদিন পর কোনও জঙ্গিহামলায় আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) ব্যবহৃত হল। আমি যখন কর্মরত ছিলাম ২০০১-২০০২ সালে, সেই সময়ে জঙ্গিরা আইইডি ব্যবহার করত। এটি তখনকার সাধারণ আক্রমণের ধরন ছিল জঙ্গিদের। তারপর তারা একটি নির্দিষ্ট দূরত্বে থেকে অগ্নিসংযোগ করত।\”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *