BRAKING NEWS

কালভার্ট সংস্কারের দাবীতে পথ অবরোধের শিকার স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ কালভার্ট সারাইয়ের দাবির ভিত্তিতে আহূত পথ অবরোধের মুখে পড়তে হয়েছে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণকে৷ শহরের দক্ষিণে ক্যাম্পেরবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে৷ মন্ত্রীর আশ্বাসের পর পথ অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা৷ জানা গেছে, রাজধানী শহরের দক্ষিণে ক্যাম্পেরবাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি ভাঙ্গা কালভার্ট পড়েছিল৷ সারাইয়ের কোনও নামই নেওয়া হচ্ছিল না বলে এলাকাবাসীরা সংশ্লিষ্ট আধিকারিকদের বিরূদ্ধে ক্ষোভ উগরে দেন৷ তারা আরও বলেন, এই ভাঙা কালভার্টের ফলে প্রতিদিন এলাকার মানুষের পক্ষ চলাচল করা অসুবিধে হয়ে পড়েছেল৷ প্রতিদিনই ঘটতো দুর্ঘটনা৷

কালর্ভাটটি দ্রুত সারাই করার জন্য বার বার এলাকাবাসীদের পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয়েছে৷ কিন্তু তাদের কথা কর্ণপাত করেনি প্রশাসন, অভিযোগ করেন এলাকাবাসীরা৷এত একপ্রকার বাধ্য হয়েই কালর্ভাট সারাইয়ের দাবিতে বুধবার সকালে পথ অবরোধে বসেন শহরের দক্ষিণে ক্যাম্পেরবাজার এলাকার বাসিন্দারা৷ জানা গেছে, ওই অবরোধের মুখে পড়ে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণের কনভয়৷ দীর্ঘক্ষণ এলাকাবাসী এবং স্বাস্থ্যমন্ত্রীর মধ্যে কথা হয়৷ শেষ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের পর পথ অবরোধমুক্ত করে আন্দোলনকারীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *