BRAKING NEWS

প্রধানমন্ত্রীর সফর, কংগ্রেসের বিক্ষোভ, প্রদ্যুৎও উড়ালেন কালো বেলুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে গোটা উত্তর পূর্বাঞ্চল যখন উত্তপ্ত, তখন শনিবার রাজ্যে এসে এই ইস্যুতে একবারের জন্যও মুখ খুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এমনকী ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে গৃহীত কর্মসূচীগুলিকে বাদ দিলে অন্য কোনও ইস্যুতেই গেলেন না মোদি৷ যদিও এই নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে এদিন মোদির সভা বয়কট করে জনজাতি ভিত্তিক একাধিক রাজনৈতিক সংগঠন৷


কংগ্রেসের পক্ষ থেকে মোদিকে কালো পতাকা দেখানোর সুযোগ না পেয়ে কংগ্রেস ভবনের সামনেই দলের পক্ষ থেকে এদিন কালো পতাকা এবং শয়ে শয়ে কালো বেলুন উড়িয়েছে কর্মী সমর্থকরা৷ বিকাল প্রায় চারটার পর কর্মী সমর্থকরা একটি মিছিল করে বিক্ষোভ প্রদর্শনের জন্য সমবেত হতে শুরু করে৷ বিক্ষোভ দেকানোর শুরুতেি মিছিলে বাধা দেয় পুলিশ৷ পরে সেই বিক্ষোভই দলের রাজ্য কার্য্যালয়ের সামনে দেখালো কর্মীরা৷ সেই সাথে মোদিকে উদ্দেশ্য করে কড়া ভাষায় আক্রমণী শ্লোগানও তোলে কর্মীরা৷ অন্যদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এসব কিছু না জানালেও তার বাসভবনের এলাকা থেকে বেশ কিছু কালো বেলন উড়িয়েছে৷ কে বা কারা এসব ঘটনা ঘটিয়েছে মহারাজ এসম্পর্কে অবগত নন বলেই জানালেন শনিবার রাতে৷


এদিকে, এমবিবি বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাদাদূরের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অথচ রাজন্য স্মৃতি বিজড়িত এমন অনুষ্ঠানেও এদিন উপস্থিত ছিলেন না রাজ পরিবারের কেউই৷ মহারানী বিভূকুমারী দেবীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আগরতলাতেই উপস্থিত নেই৷ মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেহেতু সরকারের বিরুদ্ধে নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে সুড় চড়াচ্ছেন সম্প্রতি সেজন্য তাঁকেও আমন্ত্রণ জানানো হয়নি৷ শনিবার যখন মহারাজার পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হচ্ছিল এমবিবি বিমানবন্দরে তখন ঘরে বসে এই দুঃখের কথাই জানালেন তিনি৷


প্রদ্যুৎ কিশোর এদিন বললেন, আমন্ত্রণ জানানো হলে নিশ্চয়ই উপস্থিত থাকতাম৷ যে ইস্যুতে তিনি সম্প্রতি সুড় চড়াচ্ছেন, তাতে এরাজ্যে জাতি উপজাতির মধ্যে বিভেদ তৈরী করবে বলেও ফের আরও একবার মনে করলেন৷ সার্বিকভাবে এই একটি বিষয়কে বাদ দিলে লোকসভা নির্বাচনের আগে মোদির সভা কিন্তু এদিন কোনও অংশেই কম যায়নি৷ তবে, কোনও কোনও ক্ষেত্রে সরকারীভাবে রাজ্যের সুকলগুলিতে নোটিশ জারি করিয়ে শিক্ষক শিক্ষিকাদের সভায় উপস্থিত থাকতে বাধ্য করানোর অভিযোগও ছিল৷ কিছু কিছু সুকলে এদিন সরস্বতী পূজার আয়োজন করা হয়েছিল পূর্ব নির্ধারিত ভাবে৷ কিন্তু, মোদির সভায় যোগ দেওয়ার নির্দেশ পেয়ে পুজার আয়োজন পিছিয়ে রবিবার করা হয়েছে বলেও খবর মিলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *