BRAKING NEWS

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে তুলেছেন প্রধানমন্ত্রী, ফের তোপ দাগলেন নাইডু

নয়াদিল্লি ও হায়দরাবাদ, ৯ ফেব্রুয়ারি (হি.স.): আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু| প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে এবার নাইডু বললেন, ‘রাজ্যগুলিকে দুর্বল করে তুলেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী| শুধু রাজ্য নয়, তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকেও দুর্বল করে তুলছেন|’
অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে বহুদিন থেকেই সরব তেলুগু দেশম পার্টি (টিডিপি)|

সংসদে এই দাবিতেই সোচ্চার টিডিপি সাংসদরা| শুধুমাত্র এই দাবি পূরণ না হওয়ার কারণেই এনডিএ থেকে বেরিয়ে এসেছে টিডিপি| এনডিএ থেকে বেরিয়ে আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরুদ্ধে বিষোদগার করছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু| এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে নাইডু বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিকে দুর্বল করে তুলছেন| শুধু রাজ্য নয়, তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকেও দুর্বল করে তুলছেন|’ রাফাল চুক্তি প্রসঙ্গ টেনে এনে নাইডু বলেছেন, ‘রাফাল চুক্তিতে প্রধানমন্ত্রীর যোগ, গোটা দেশের পক্ষে লজ্জাজনক| আমরা হলুদ এবং কালো পোশাক পরিহিত অবস্থায় হাতে বেলুন নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ প্রদর্শন করব দিল্লিতে|’ পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিরোধী নেতা জগনমোহন রেড্ডিকে খোঁচা দিয়ে নাইডু বলেছেন, ‘অন্ধ্রপ্রদেশের প্রতি যে অবিচার হয়েছে, তার সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী| অন্ধ্রের বিরোধী নেতা ওয়াই এস জগনমোহন রেড্ডি তাঁর (প্রধানমন্ত্রী) সম্পর্কে একটি শব্দও খরচ করছেন না| এটাই তাঁদের মধ্যে অাঁতাতের প্রমাণ দিচ্ছে|’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *