BRAKING NEWS

মৃত্যুমিছিল অব্যাহত, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে বিষমদ কাণ্ডে মৃত্যু বেড়ে ৭০

হরিদ্বার ও সাহারানপুর, ৯ ফেব্রুয়ারি (হি.স.): মৃতের সংখ্য ক্রমশ বেড়েই চলেছে| উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে বিষমদ কাণ্ডে এখনও পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে| উত্তরাখণ্ডের হরিদ্বার গ্রামে বিষমদ খেয়ে প্রাণ হারালেন আরও বেশ কয়েকজন| প্রশাসন সূত্রের খবর, উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার বালুপুর এবং সংলগ্ন গ্রামে ২৪ জনের মৃত্যু হয়েছে| বৃহস্পতিবার রাতে বালুপুরে বিষাক্ত মদ খাওয়ার পর প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশের সাহারানপুরে যাঁরা এসেছিলেন, তাঁদেরও মৃত্যু হয়েছে| উত্তরাখণ্ডে বিষমদ কাণ্ডে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত| এছাড়াও অসুস্থ অবস্থায় যাঁরা হাসপাতালে চিকিত্সাধীন তাঁদের পরিবারকে ৫০,০০০ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে|


উত্তর প্রদেশ প্রশাসন সূত্রের খবর, উত্তর প্রদেশের সাহারানপুর জেলাতেই ৩৫ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও আরও ১১ জনকে সাহারানপুর থেকে চিকিত্সার জন্য মেরঠ পাঠানো হয়েছিল| চিকিত্সা চলাকালীন তাঁদেরও মৃত্যু হয়েছে| প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| বিষমদ কাণ্ডে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর প্রদেশ প্রশাসন| সাহারানপুরের এসএসপি জানিয়েছেন, তিনটি থানায় এফআইআর রুজু করা হয়েছে| শুক্রবার রাতে যৌথ অভিযানে অনন্তপক্ষে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে| ২৫টি এফআইআর দায়ের করা হয়েছে|

যৌথ অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে ৪০০ লিটারেরও বেশি বিষাক্ত মদ| আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে|সাহারানপুরের জেলা ম্যাজিস্ট্রেট অলোক পাণ্ডে জানিয়েছেন, বিষাক্ত মদ খেয়ে এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে| ৪২ জন এখনও হাসপাতালে চিকিত্সাধীন| ময়নাতদন্তের রিপোর্টে পরিষ্কার অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বিষমদ খেয়ে| বিষমদ কাণ্ড প্রকাশ্যে আসে শুক্রবার| উত্তর প্রদেশের সাহারানপুর ও কুশীনগরে বিষমদ খেয়ে এখনও পর্যন্ত ২৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে| বিষমদ কাণ্ডে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে উত্তর প্রদেশ সরকার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *