BRAKING NEWS

দুর্ঘটনাকে কেন্দ্র করে দশদা বাজারে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ উত্তর জেলার দশদা বাজারে টমটম ও কমান্ডার জীপের মধ্যে সামান্য দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ পরিস্থিতি সামাল দিতে জারী করা হয়েছে ১৪৪ ধারা৷ সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন৷ দুটি সম্প্রদায়ের মধ্যে এই সংঘর্ষ হয়৷ তাতে সাম্প্রদায়িক উত্তেজনা যাতে না ছড়ায় সেদিকে নজর রেখে চলেছে পুলিশ ও সাধারণ প্রশাসনের আধিকারীকরা৷


সংবাদে প্রকাশ ঘটনার সূত্রপাত শুক্রবার বিকালে৷ জানা গিয়েছে দশদা বাজারে টমটম ও কমান্ডার জীপের মধ্যে সংঘর্ষ হয়৷ তারপর দুটি গাড়ির চালক পরস্পর মারধর করে৷ তারপর কোনও রকমে বিষয়টি মিটমাট হয়ে যায়৷ শনিবার সকালে ফের ওই দুই গাড়ির চালকের মধ্যে বাদানুবাদ হয়৷ একসময় দুই চালক তাদের পরিবারের ও নিকটাত্মীয়দের নিয়ে মারধর শুরু করে৷ একজন বাঙালী অন্যজন উপজাতি অংশের৷ তাই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়৷ তাতে বেশ কয়েকজন রক্তাক্ত হয়৷ চলে ইটবৃষ্টি৷ মুহুর্তের মধ্যেই দশদা বাজারে আতঙ্কের পরিবেশ কায়েম হয়৷

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বহু চেষ্টা করা হয়৷ কিন্তু, কোনও ভাবেই পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছিল না৷ পরে পুলিশ লাটিচার্জ করার উদ্যোগ নিলে কিছুটা স্বাভাবিক হয়৷ তরপরও সাম্প্রদায়িক উত্তেজনার পারদ চড়ছে৷ এই পরিস্থিতিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছে৷ প্রশাসনের তরফ থেকে ১৪৪ ধারা জারী করা হয়েছে বলে জানা গিয়েছে৷ এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিকটবর্তী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা দশদা বাজারে টহলদারী চালিয়ে যাচ্ছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *