BRAKING NEWS

ধস ও তুষারপাতের জেরে বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

জম্মু, ৯ ফেব্রুয়ারি (হি. স.) : প্রবল তুষারপাত এবং ধসের কারণে বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। ২৭০ কিলোমিটার বিস্তৃত এই জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসের ফলে পাথর এবং প্রচুর পরিমাণে মাটি পড়ে রয়েছে। যা সারানোর কাজ যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে।পাশাপাশি তুষারপাতের জন্য সড়কে কয়েকটি অংশে পুরু বরফও জমে রয়েছে।রাজ্য পুলিশের আইজি ট্রাফিক অলোক কুমার জানিয়েছেন, ‘জম্মু-শ্রীনগরে যান চলাচল স্বাভাবিক রাখতে সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের পিডা, শেরবিবি, ডিগডোলি, মারুগ, আনোকিফল, পান্থিয়াল, নাসরি, এবং গ্যাঙ্গরাসুতে বিগত দুইদিন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ধস নেমেছে। বানিহাল থেকে শয়তানি নালাহ বরফ পরিষ্কার করে দেওয়া হলেও রাস্তা অতিরিক্ত পিচ্ছিল হওয়ার কারণে নিরাপত্তা জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে জওহর ট্যানেল থেকে কাজিগন্ড পর্যন্ত রাস্তার উপরে পড়ে থাকা বরফ সরানোর কাজ চলছে।
জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ হওয়ার কারণে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছে নিত্যযাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *