ভেজাল মদের কারখানায় পুলিশের অভিযানে উদ্ধার সাজসরঞ্জাম, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৮ ফেব্রুয়ারী৷৷ ধর্মনগরে সুবোধ নাথ এবং শুভঙ্কর নাথ নামে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ ভেজাল বিলেতি মদের কারখানা গড়ে তোলে তারা মদ তৈরী করে বাজারজাত করছিল দীর্ঘদিন দরে৷ পুলিশ তাদের ঠেকে হানা দিয়ে বিস্তর পরিমানে হেরোইন এবং ভেজাল মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে৷ গতকাল রাত আনুমানিক ১১ টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে নামেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী৷রাজ্যের সীমান্তে থাকা চুড়াইবাড়ি থানার বাবুরা শীত ঘুমে৷ ২৪ ঘন্টা গেইটে থাকা ত্রিপুরা স্টেট রাইফেলের ৩ নং ব্যাটেলিয়ান এর জওয়ানরা রুটিন তল্লাশি করেন৷ তাহলে কিভাবে হাজার হাজার বোতল কফ সিরাপ রাজ্যে প্রবেশ করে প্রশ্ণ উঠছে অভিজ্ঞ মহলে৷ জানা গেছে চুড়াইবাড়ি থানার বড়বাবু জয়ন্ত দাস নাকি ব্যস্ত চুরাইবারি, চাঁদপুর,সনিছড়া, এসব এলাকার লাইন হোটেলের মালিকের কাছ থেকে মাসোয়ারা করতে ব্যস্ত৷

প্রশ্ণ নানা মহলের৷চুরাইবাড়ি থানার বড়বাবু জয়ন্ত দাস আসার একমাস ও হয়নি কিন্তু এই এক মাসের মধ্যে যেভাবে চুরাইবারি এলাকায় তীর জুয়া ও মদের রমরমা ব্যবসা গজিয়ে উঠেছে৷ চুড়াইবাড়ি থানা বাগবাসা থানা পেরিয়ে সাফল্য পেল পানিসাগর থানার পুলিশ৷আগরতলা যাওয়ার পথে পানিসাগর সুকলের সামনে থেকেপ্রথমে পানিসাগর মহাকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাস ও ওসি বিভাস দাস ৬ চাকার লড়ি থেকে ৯৩০০ বোতল নেশার কফ সিরাপ আটক করেন৷ যার বাজার মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকার উপরে৷ সঙ্গে চালক আবরাহার হুসেইন ও সহচালক রুবেল আহমেদ কে আটক করা হয়েছে৷ তাদের বাড়ি আসামের বদরপুর এলাকায়৷পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে৷ জানান উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *