BRAKING NEWS

আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার পথে চুড়াইবাড়িতে আটক ত্রিশজন রোহিঙ্গা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি ৷৷ আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার পথে চুড়াইবাড়িতে ধরা পড়েছে ত্রিশজন রোহিঙ্গা৷ তারা এএস-২৫-সিসি- ৮৬৮৫ নম্বরের একটি বাসে করে তারা গুয়াহাটি যাচ্ছিল৷ তারা জম্মু কাশ্মীরে ছিল৷ কলকাতার জনৈক রাজু নামে এক যুবক তাদের আগরতলায় নিয়ে আসে কাজের জন্য৷ আগরতলায় একটি হোটেলে তারা তিনদিন অবস্থান করে৷ পরে তারা গুয়হাটির উদ্দেশ্যে যাত্রা করে৷


আন্তঃরাজ্য সীমান্ত টপকে অসম প্রবেশ করে চোরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়েছে ৩০ রোহিঙ্গা অনুপ্রবেশকারী৷ এরা ত্রিপুরার বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছে বলে মনে করছেন বাজারিছড়া থানার ওসি গৌতম ভট্টাচার্য৷ এখবর লেদ্ধখা পর্যন্ত বিস্তারিত তথ্য জানাতে পারেননি পুলিশের অফিসাররা৷ উল্লেখ্য, ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে প্রচুর রোহিঙ্গা জড়ো হয়েছে দেখে এপারে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছিল৷ আশঙ্কা করা হচ্ছে, শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে রোহিঙ্গা শরণার্থীরা ভারতের ত্রিপুরা ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা চালাবে৷ আজ ধৃত ৩০ রোহিঙ্গা কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে তা এখনও স্পষ্ট নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *