BRAKING NEWS

হিমাচল প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, আহত অন্ততপক্ষে ২৬ জন যাত্রী

শিমলা, ২২ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস| মঙ্গলবার সকালের ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| তবে, অন্ততপক্ষে ২৬ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন| তাঁদের মধ্যে ৮ জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| গুরুতর আহত অবস্থায় ৮ জন যাত্রীকে চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে ভর্তি করা হয়েছে| বাকি ১৮ জন হিমাচল প্রদেশের সোলান জেলার নালাঘর-এর একটি হাসপাতালে চিকিত্সাধীন| মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বিলাসপুর জেলার স্বরঘাট এলাকায়|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকালে বিলাসপুর জেলার স্বরঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস|

দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে অন্ততপক্ষে ২৬ জন যাত্রী ছিলেন| তাঁদের মধ্যে ৮ জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| এছাড়াও কমবেশি আহত হয়েছেন আরও ১৮ জন| পুলিশ সূত্রের খবর, দীর্ঘক্ষণ চেষ্টার পর দুর্ঘটনাগ্রস্ত বাসের ভিতর থেকে চালক-সহ ২৬ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়| তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৮ জন যাত্রীকে চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে ভর্তি করা হয়েছে| বাকি ১৮ জন হিমাচল প্রদেশের সোলান জেলার নালাঘর-এর একটি হাসপাতালে চিকিত্সাধীন| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাসটি, তা তদন্ত করে দেখা হচ্ছে| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *