BRAKING NEWS

ঝড় ও শিলাবৃষ্টিতে নাজেহাল দিল্লিবাসী, ব্যস্ত সময়ে বেহাল যান চলাচল

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): কনকনে শীতের মধ্যেই প্রবল ঝড় ও শিলাবৃষ্টি আছড়ে পড়ল রাজধানী দিল্লি-সহ এনসিআর-এ| শুধু দিল্লি নয়, মঙ্গলবার সকাল থেকেই প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে নাজেহাল হরিয়ানার গুরুগ্রামের মানুষজন| অসময়ের ঝড় ও শিলাবৃষ্টির কারণে মঙ্গলবার সকালে যান চলাচল বিপর্যস্ত হয়েছে রাজধানীর বিভিন্ন প্রান্তে| দিল্লির আইপি এস্টেট এলাকা, আকবর রোড, সুভাষ নগর, মাণ্ডি হাউস, প্রহ্লাদপুর এলাকা-সহ রাজধানীর বিভিন্ন প্রান্তে এদিন সকালে ধীর গতিতে যানবাহন চলাচল করে| ফলে, সপ্তাহের দ্বিতীয় কাজের দিন চূড়ান্ত বিড়ম্বনার মধ্যেই পড়েছেন রাজধানীর মানুষজন| কয়েক ঘন্টার বৃষ্টিতেই সাবিত্রী সিনেমার হলের সামনে হাঁটু পর্যন্ত জল জমে যায়| একই ছবি ধরা পড়েছে রাজধানীর অন্যত্রও|


আবহাওয়া দফতর আগেই ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করেছিল| সেই মতো সোমবার বিকেল থেকেই রাজধানীর কিছু কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়| আর মঙ্গলবার সকাল থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয় দিল্লি-সহ এনসিআর-এ| দিল্লি-র আবহাওয়া দফতর-এর পূর্বাভাস অনুযায়ী, আপাতত ঝোড়ো হাওয়ার দাপট থাকবে| সর্বোচ্চ তাপমাত্রা ২০ এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে| এদিকে, লাগাতার বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমার পাশাপাশি সামান্য উন্নতিও হয়েছে বাতাসের|দিল্লির পাশাপাশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশেও| আবহাওয়া দফতর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ ঘন্টার মধ্যেই ঝড় ও শিলাবৃষ্টি আছড়ে পড়তে পারে উত্তর প্রদেশের হারদৌই, বাহরাইচ, লখিমপুর খেরি, সিতাপুর, মীরট, হাপুর, বাঘপত, মুজাফফরনগর, গৌতমৱুদ্ধ নগর, গাজিয়াবাদ এবং সংলগ্ন এলাকায়| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *