BRAKING NEWS

দূষণ মুক্তির বার্তা দিতে বাইসাইকেল চালানে ত্রিপুরার মন্ত্রী রতনলাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ ত্রিপুরায় সপ্তাহে একদিন পেট্রোল -ডিজেলের যানবাহন না চালিয়ে বাইসাইকেল চালানো যায় কিনা? ত্রিপুরা মন্ত্রিসভা এই বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ যেভাবে বিশ্বব্যাপী কার্বন জাতীয় জ্বালানির প্রভাবে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই পরিকল্পনা বাস্তবায়িত করতে পারলে দূষণের মাত্রা অনেকটাই কমানো সম্ভব৷ আজ আগরতলার আস্তাবল ময়দানে ভারতের রাষ্ট্রায়ত্ত অয়েল অ্যান্ড ন্যাচারেল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)-র উদোগে জৈব জ্বালানি সাশ্রয় বিষয়ে সাধারণ মানুষের মধ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বাইসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়৷

রতন লাল নাথ সবুজ পতাকা নেড়ে এই শোভাযাত্রার সূচনা করেন৷ এমন কি তিনি নিজেও বাইসাইকেল চালান৷ প্রায় পাঁচ কিমি রাস্তা ঘুরে শোভাযাত্রাটি আবার আস্তাবল ময়দানে এসে শেষ হয়৷ শোভাযাত্রা শেষে মন্ত্রী জানান ৫৫ বছর পর এদিন তিনি সাইকেল চালিয়েছেন৷ ৭২ বছর বয়সে সাইকেল চালিয়ে ভালোই লেগেছে৷ এর চেয়ে বড় কথা, তাঁর সাইকেল চালানো দেখে একজন মানুষ যদি সাইকেল চালানোর প্রতি আগ্রহ দেকায় তবে সার্থকতা আসবে৷ অপরদিকে, ওএনজিসি’র ম্যানেজার পুনিত কুমার বলেন, সাধারণ মানুষের মধ্যে জৈব জ্বালানি সাশ্রয়ের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের উদ্যোেগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে৷ ভারতের দুই শতাধিক রাজ্যে এই শোভাযাত্রা হচ্ছে৷ আগামী দিনেও এই ধরনের কর্মসূচি জারি থাকবে বলেও তিনি জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *