BRAKING NEWS

শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠে জয় পেল বার্সেলোনা

বার্সেলোনা, ২১ জানুয়ারি (হি.স.) : সুয়ারেজ ও মেসির শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠে ড্রয়ের হাত থেকে রক্ষা পেল বার্সোলেনা৷ একসময় ড্র’য়ের আশঙ্কায় থাকা বার্সা শেষমেশ ন্যু ক্যাম্পে লেগানেসকে ৩-১ গোলে হারল৷ম্যাচের প্রথমার্ধে দেম্বেলের গোলে এগিয়ে যায় বার্সেলোনা৷ দ্বিতীয়ার্ধের খেলা খুব বেশি গড়াতে না গড়াতে লেগানেসের হয়ে গোল শোধ করে ফেলেন ব্রাথওয়েট৷ শেষবেলায় সুয়ারেজ ও পরিবর্ত হিসাবে মাঠে নামা মেসির গোলে জয় নিশ্চিত করে বার্সা৷ লেগানেসকে হারানোর ফলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও কিছুদিনের জন্য নিরাপদ করল কাতালান ক্লাব৷বার্সা কোচ ভালভারদে এই ম্যাচের প্রথম একাদশে রাখেননি মেসি, ভিদাল, রাকিটিচদের৷ দেম্বেলের সঙ্গে ম্যাচ শুরু করান সুয়ারেজ-কুটিনহো জুটিকে দিয়ে৷ ৩২ মিনিটে জোর্ডি আলবার পাস থেকে দেম্বেলে গোল পেয়ে যাওয়ায় ভালভারদের স্ট্র্যাটেজি সফল মনে হচ্ছিল৷ তবে দ্বিতীয়ার্ধে ছবিটা বদলে যায় লেগানেস গোল শোধ করে দেওয়ায়৷


৫৭ মিনিটে এন নেসিরির পাস থেকে ব্রাথওয়েট বার্সেলোনার জালে বল জড়িয়ে দেন৷ ৬৪ মিনিটে জোড়া ফুটবলার পরিবর্তনে মেসি-রাকিটিচকে মাঠে নামান৷ মেসি মাঠে নামতে বার্সার আক্রমণে তীব্রতা আসে৷ ৭১ মিনিটে মেসির শট লেগনেস গোলকিপারের দস্তানায় প্রতিহত হলে সুয়ারেজ ফিরতি বল জালে ঠেলে দেন৷এই গোলের সঙ্গে সঙ্গেই উরুগুয়েন তারকা বার্সেলোনার সর্বকালীন সর্বোচ্চ গোলদাতার তালিয়ার প্রথম পাঁচে ঢুকে পড়েন৷ বার্সেলোনার হয়ে সুয়ারেজের এটি ১৬৭তম গোল৷ ইনজুরি টাইমে আলবার পাস থেকেই বার্সেলোনার হয়ে ম্যাচে তৃতীয় গোল করেন মেসি৷ এই জয়ের সুবাদে লিগের ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট ঘরে ঢুকল বার্সেলোনার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *