BRAKING NEWS

বাংলাদেশে আদানি-উইলমারের যৌথ বিনিয়োগে শিল্প, ১০০ একর জমি বরাদ্দ

বাসুদেব ধর (ঢাকা), ২১ জানুয়ারি (হি.স.) : বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে চলেছে ভারতের আদানি ও সিঙ্গাপুরের উইলমারের যৌথ উদ্যোগের কোম্পানি বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল)। প্রতিষ্ঠানটি সেখানে ১০০ একর জমি ইজারা নিচ্ছে, যাতে ভোজ্যতেল ও খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা করবে তারা । প্রাথমিকভাবে তাদের বিনিয়োগের পরিকল্পনা মোট ৪০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা । ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে জমি বরাদ্দের বিষয়টি চূড়ান্ত হয়েছে।২০১৮ সালের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফরকালে আদানি-উইলমারের এ বিনিয়োগ প্রস্তাব আসে। প্রধানমন্ত্রীর কাছে জমি চাওয়া হয়। প্রধানমন্ত্রীও তাদের আশ্বাস দেন। এরপর কর্মকর্তারা বাংলাদেশে এসে বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত করেন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, আদানি-উইলমার শুরুতে ৫০ একর জমি চেয়েছিল। পরে বঙ্গবন্ধু শিল্পনগরের উন্নয়ন পরিকল্পনা দেখে তারা ১০০ একর জমি চায়। সরকার জমি ইজারা দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে।

তিনি বলেন, আদানি-উইলমারের বিনিয়োগ বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করবে। বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলে।আদানি ভারতের বন্দর পরিচালনাকারী শীর্ষ কোম্পানি। ভারত ছাড়াও বিভিন্ন দেশে তাদের ব্যবসা আছে। অন্যদিকে উইলমার সিঙ্গাপুরের বড় কোম্পানিগুলোর একটি, যাদের মূল ব্যবসা কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে। ১৯৯৯ সালে এই ব্যবসায়িক গোষ্ঠী মিলে আদানি-উইলমার লিমিটেড (এডব্লিউএল) নামের একটি কোম্পানি গঠন করে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে কোম্পানিটির ৪৫০টি কারখানা রয়েছে। পাশাপাশি ভারত, চিন, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৫০টি দেশে তাদের বিস্তৃত সরবরাহ ব্যবস্থা আছে। ভোজ্যতেল ব্যবসায় তারা এশিয়ার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।
বাংলাদেশ এডিবল অয়েলের প্রস্তাবিত কোম্পানির নাম আদানি-উইলমার বাংলাদেশ লিমিটেড। জমি বরাদ্দ নেওয়ার জন্য দেওয়া প্রস্তাবে বলা হয়েছে, তারা তিন বছরে প্রকল্প বাস্তবায়ন করবে। ইজারা নেওয়া জমিতে তারা কারখানা, প্রশাসনিক ভবন, বর্জ্য পরিশোধনাগার, থাকার জায়গা, প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদি নির্মাণ করবে। কারখানায় উৎপাদিত পণ্যের একটি অংশ তারা রফতানি করবে। বড় অংশ স্থানীয় বাজারে বিক্রি করবে। বঙ্গবন্ধু শিল্পনগরে বাংলাদেশ এডিবল অয়েল জমি নিচ্ছে বার্ষিক ইজারামূল্যের ভিত্তিতে। তারা অনুন্নত জমি নেবে, যা ভরাট করে উন্নত করবে নিজেরাই। তাদের কারখানায় কাজ পাবেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ।বঙ্গবন্ধু শিল্পনগর হবে পূর্ণাঙ্গ শিল্পশহর। এটি চট্টগ্রামের মিরসরাই, সীতাকুন্ড ও ফেনীর ৩০ হাজার একর জমি নিয়ে গঠিত। বঙ্গবন্ধু শিল্পনগরে ইতিমধ্যে ১ হাজার ২৪০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব মিলেছে, যার বিপরীতে জমি বরাদ্দের আগ্রহপত্র বিতরণ করা হয়েছে। মোট ৫৫টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিপরীতে ৩ হাজার ৮২৭ একর জমি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে।
সরকারি সংস্থার মধ্যে মিরসরাইয়ে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে (বেপজা) প্রায় ১ হাজার ৫৫ একর জমি দিয়েছে বেজা। ভারতও সেখানে ১ হাজার একর জমি নিচ্ছে। পোশাক রফতানিকারকদের জন্য সেখানে ৫০০ একর জমি দিয়েছে বেজা। চিন, জাপান, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা জমি পেতে আবেদন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *