BRAKING NEWS

ত্রিপুরা চা উন্নয়ন নিগম ও ত্রিপুরেশ্বরী চা-র লোগোর আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এক সাংসৃকতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের লোগো এবং ত্রিপুরেশ্বরী চা এর লোগোর আবরণ উন্মোচন করা হয়৷ আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ তিনি বলেন, এতদিন পর্যন্ত ত্রিপুরার চা’র নির্দিষ্ট কোন লোগো না থাকায় গুণমান থাকা সত্বেও এর সেরকম প্রচার ও প্রসার হয়নি৷ রাজ্যের চা-এর নতন লোগোর মাধ্যমে চা এবং ত্রিপুরার পর্যন্ত শিল্পের বিকাশ ঘটবে৷ কারণ এই লোগোতে চা পাতার পাশাপাশি নীরমহলের ছবিও ব্যবহার করা হয়েছে৷ নিজ রাজ্যের সম্পদের সঠিক ব্যবহারের ফলে বিকশিত হবে রাজ্য৷ উন্নত হ বে দেশ৷


মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার চা সর্বোত্তম৷ এখন থেকে চাপাতা উৎপাদনের ক্ষেত্রে গুণমানের উপর বিশেষ জোর দিতে মালিকদের প্রতি মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন৷ চা উন্নয়ন কমিটির চেয়ারম্যান সন্তোষ সাহা বলেন, ১৯৮০ সালে প্রথম টি বোর্ড গঠন করা হয়েছিল৷ কিন্তু আজ অবিদঙ্গ এর কোন লোগো ছিল না৷ আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হতে চলা শিল্প ও বাণিজ্য মেলায় ত্রিপুরেশ্বরী ব্র্যান্ড চা’র বাজারজাতকরণ করা শুরু হবে৷ তিনি আরও বলেন, বাংলাদেশের শ্রীমঙ্গলে চার একটি অকশন মার্কেট রয়েছে৷ যা কৈলাসহর থেকে মাত্র ৫ কিমি দূরে রয়েছে৷ এক্ষেত্রে গুণমান সম্পন্ন চাপাতা উৎপাদন করা হলে চা-এর বাজারের অভাব হবে না৷ উভয় দেশেই আর্থিক লাভবান হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *