মেক্সিকোতে তেলের পাইপলাইন বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩

মেক্সিকো সিটি, ২০ জানুয়ারি (হি.স.) : মেক্সিকোতে তেলের পাইপলাইন বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩। গুরুত আহত ৭৪। আহতদের মধ্যে ১২ জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। কি কারণে এই ভয়াবহ বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে ওই পাইপলাইন থেকে তেল চুরি করতে গিয়ে বিস্ফোরণটি হয়েছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে একাধিক মানুষের আগুনে ঝলসে ঘটনাস্থলেই মৃত্যু হয়। মেক্সিকোর রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি তরফে জানানো হয়েছে পাইললাইন দিয়ে অবৈধ ভাবে তেল ড্রিল করার সময় বিস্ফোরণটি হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। তাঁরা যন্ত্রণায় ছটফট করছেন। নিরাপত্তাকর্মীরা এসব দেহ ঘিরে রেখেছে।

এই দুর্ঘটনার বিষয়ে শনিবার সকালে এক বিবৃতি দিয়েছেন ইদালগোর গভর্নর অমর ফায়াদ। তিনি বলেন, ‘আমরা কয়েক মিনিট আগে নিশ্চিত হয়েছি এখন পর্যন্ত ৬৬ জন নিহত ও ৭৬ জন আহত হয়েছেন। আহতের মধ্যে তিনজন নারী ও ১২ বছরের এক কিশোর রয়েছে।’ঘটনাস্থলে হতাহতদের স্বজনেরা ক্ষোভে ফেটে পড়েছেন। মরদেহ শনাক্ত করার জন্য ফরেনসিক বিশেষজ্ঞরা মরদেহর সঙ্গে থাকা পোশাক ও তেলের পাত্র থেকে নমুনা সংগ্রহ করছেন।প্রাথমিকভাবে জানা গিয়েছে, তেল চুরি করার জন্য চোরেরা রাতে বেলায় পাইপে ছিদ্র করে। কিন্তু ওই ছিদ্র দিয়ে হঠাৎই বড় ফিনকির আকারে তেল বের হতে থাকে। একপর্যায়ে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়।মেক্সিকোর রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি পেমেক্স বলছে, ছিদ্র করার জন্য ধাতব পদার্থ দিয়ে পাইপে আঘাত করা ফলে সৃষ্ট ঘর্ষণের আগুনের সূত্রপাত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *