BRAKING NEWS

অটো চালকদের দৌরাত্ম্যে পকেট কাটা যাচ্ছে যাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠার পর ২০ শতাংশ হারে যাত্রী ভাড়া বৃদ্ধি পেলেও অটো চালকদের দৌরাত্ম কিন্তু বদ্ধ হয়নি৷ অটো চালকরা নিজ ইচ্ছে মতো যাত্রী পরিবহণ করে চলছে৷ কখনো ৪ জন কখনও বা ৫ জন যাত্রী পরিবহণ করে চলছে৷ ফলে যান দুর্ঘটনার পরিমাণ প্রতিদিন শহর ও শহরতলি এলাকাগুলিতে বৃদ্ধি পেয়ে চলছে৷ কিন্তু ট্রাফিক কর্মীদের এদিকে কোন নজর নেই বলে চলে৷ শুক্রবার এমনই চিত্র দেখা গেল৷ সুতরাং অতিরিক্ত যাত্রী পরিবহণের ফলে বড়সড় যান দুর্ঘটনা ঘটতে পারেপ বলে সচেতন মহলের দাবি৷

ছাত্রছাত্রীরা আবার এসব বুঝে না, তারা বেশিরভাগই রাস্তায় চলে দলবদ্ধভাবে৷ ফলে দ্রুতগতিতে চলার ফলে যে কোনও সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা৷ কারণ বাজারগুলিতে গতি নিয়ন্ত্রণের কোনও পদ্ধতি নেই৷ নতুন করে জাতীয় সড়ক নির্মাণের ফলে যানবাহনগুলির গতি আরও বেড়ে গেছে৷ তার উপর গত কয়েক বছরে মহকুমা জুড়ে যানবাহনের সংখ্যাও বেড়েছে কয়েকগুণ৷ কিন্তু গতি নিয়ন্ত্রণের কোনও সুযোগ না থাকায় বাজারগুলির উপর দিয়ে যেমন দ্রুতগতিতে ছুটছে তেমনিভাবে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণও হারাচ্ছে অনেকে৷ এজন্য দ্রুতগতিতে ছুটা গাড়ি ও বাইকগুলির গতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন মহকুমার সাধারণ মানুষ৷ তাদের মতে অনেক সময় দেখা যায় যাত্রীবাহী গাড়িগুলিও রাস্তার উপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে৷ ফলে ঘটে বিপত্তি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *