BRAKING NEWS

লুকোচুরি শেষ, মধ্যপ্রদেশে বিজেপি নেতা খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার অভিযুক্ত

মান্দসৌর (মধ্যপ্রদেশ), ১৮ জানুয়ারি (হি.স.): গত বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের মান্দসৌর জেলায় দুষ্কৃতীর গুলিতে খুন হন প্রবীণ বিজেপি নেতা তথা মান্দসৌর পৌর নিগমের প্রেসিডেন্ট প্রহ্লাদ বন্ধওয়ার| বিজেপি নেতার মৃত্যুর পর থেকেই ফেরার ছিল অন্যতম অভিযুক্ত মণীশ বৈরাগী| অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সে| রাজস্থানের প্রতাপগড় থেকে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা খুনের ঘটনায় অভিযুক্ত মণীশ বৈরাগীকে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি নেতা খুনের পর থেকেই পলাতক ছিল মণীশ বৈরাগী| রাজস্থানের প্রতাপগড় থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মণীশ বৈরাগীকে| সূত্রের খবর, ধৃত মণীশ বৈরাগীও একজন বিজেপি কর্মী|
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ মান্দসৌরের অত্যন্ত ব্যস্ততম এলাকায় দুষ্কৃতীর গুলিতে খুন প্রবীণ বিজেপি নেতা তথা মান্দসৌর পৌর নিগমের প্রেসিডেন্ট প্রহ্লাদ বন্ধওয়ার|

হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকুও পাওয়া যায়নি, ঘটনাস্থলে লুটিয়ে পড়লে সেখানেই তাঁর মৃত্যু হয়| পুলিশ সুপার (শহর) জানান, সন্ধ্যা তখন সাতটা হবে, মান্দসৌরের নাই আবাদি এলাকায়, জেলা কোঅপারেটিভ ব্যাঙ্কের বাইরে দাঁড়িয়েছিলেন প্রবীণ বিজেপি নেতা প্রহ্লাদ বন্ধওয়ার| তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ওই দুষ্কৃতী| পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্চ থেকে গুলি চালানোর ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়| অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত মণীশ বৈরাগী| ধৃতের বিরুদ্ধে খুন এবং অস্ত্র আইন-সহ ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *