কোপা ডেল রে’র মরণ-বাঁচন ম্যাচে জয় বার্সেলোনা

বার্সেলোনা, ১৮ জানুয়ারি (হি.স.) : কোপা ডেল রে’র মরণ-বাঁচন ম্যাচে লেভান্তের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিল বার্সেলোনা৷ ঘরের মাঠ ন্যু ক্যাম্পে খেলতে নেমে কাতালান জায়ান্টরা লেভান্তেকে ৩-০ গোলে পরাস্ত করল৷ লেভান্তের ঘরের মাঠে প্রথম লেগের প্রি-কোয়ার্টারে ১-২ গোলে হারতে হয়েছিল বার্সেলোনাকে৷ ফিরতি লেগে ঘরের মাঠে হারলেই কোপা ডেল রে’র শেষ ষোলোর হার্ডল থেকেই ছিটকে যেতে হত বার্সাকে৷ জিততেই হবে, এমন শর্ত সামনে রেখে ন্যু ক্যাম্পে লেভান্তকে হারাল বার্সেলোনা৷
দেম্বেলের জোড়া গোল ও মেসির ধারাবাহিকতার সুবাদে ফিরতি লেগের ডু অর ডাই ম্যাচে লেভান্তেকে ৩-০ গোলে হারাল বার্সেলোনা৷ দুই পর্ব মিলিয়ে লেভান্তেকে ৪-২ ব্যবধানে পিছনে ফেলে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে মেসিরা৷ বার্সার হয়ে এদিন ম্যাচের প্রথমার্ধে জোড়া গোল করেন দেম্বেলে৷

দ্বিতীয়ার্ধে একটি গোল মেসির৷গত মাসে লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে লা লিগার ম্যাচে লেভান্তেকে ৫-০ ব্যবধানে পরাস্ত করেছে বার্সেলোনা৷ সেই ম্যাচে বার্সার হয়ে গোল করেছিলেন সুয়ারেজ ও পিকে৷ কোপা ডেল রে’র প্রর্থম পর্বের প্রি-কোয়ার্টারে অবশ্য মাঠে নামেননি সেই ম্যাচের তিন গোল স্কোরার৷ বিশেষ করে মেসির মাঠে না থাকাটাই তফাৎ গড়ে দেয় দু’দলের মধ্যে৷মেসি-সুয়ারেজ-পিকে ত্রয়ী ছাড়াও প্রথম লেগের প্রি-কোয়ার্টারে দলের একাধিক ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন ভালভারদে৷ফিরতি লেগে অবশ্য কোনও পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হাঁটেনি বার্সা৷ সুয়ারেজকে পরিবর্ত হিসাবে ব্যবহার করা ছাড়া পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে কাতালান দলটি৷ ম্যাচের বয়স ঠিক আধ ঘণ্টা গড়ানোর পরেই এক মিনিটের ব্যবধানে (৩০ ও ৩১ মিনিটে) মেসির পাস থেকে জোড়া গোল করেন দেম্বেলে৷ ৫৪ মিনিটে সেমেদোর পাস থেকে বার্সার তৃতীয় গোল আসে মেসির পা থেকে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *