BRAKING NEWS

দু’জন বিধায়ক নির্দল, যত হইচই মিডিয়াই করছে : এইচ ডি দেবগৌড়া

বেঙ্গালুরু, ১৬ জানুয়ারি (হি.স.): নতুন করে ‘নাটক’ শুরু হয়েছে দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকে| বিজেপিকে রীতিমতো চমকে দিয়ে কর্ণাটকে জোট সরকার গড়েছে জেডি (এস) এবং কংগ্রেস| কর্ণাটকে যে ভাবেই হোক জোট সরকারকে ফেলে দিতে চাইছে বিজেপি| যেভাবেই হোক দল ভাঙানোর চেষ্টা করা হচ্ছে| স্নায়ুর যুদ্ধে ইন্ধন যুগিয়েছে দুই নির্দল বিধায়কের সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার| প্রাক্তন প্রধানমন্ত্রী এইড ডি দেবগৌড়া ইতিমধ্যেই জানিয়েছেন, ‘ঈশ্বরই বাঁচাতে পারেননি জোট সরকারকে|’ তবে, দু’জন নির্দল সমর্থক জোট সরকারের উপর থেকে সমর্থন তুলে নিলেও বিশেষ কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছেন জেডি (এস) প্রধান এইড ডি দেবগৌড়া| শুধুমাত্র দেবগৌড়া নন, এমনটাই মনে করছেন এইচ ডি দেবগৌড়া পুত্র তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীও| বুধবার দেবগৌড়া বলেছেন, ‘দু’জন বিধায়কের সঙ্গে কোনও দলের সম্পর্ক নেই| তাঁরা নির্দল| এই বিষয়টিকে নিয়ে এত হইচই করার দরকার নেই| শুধুমাত্র মিডিয়াই হইচই করছে|’

আবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেছেন, ‘আসলে সংবাদ মাধ্যম বিধায়কদের (মুম্বইয়ের হোটেলে থাকা কংগ্রেস বিধায়করা) কাছে পৌঁছতে পারছে না| আমার ক্ষেত্রে নয়|সকলের সঙ্গেই আমার যোগাযোগ রয়েছে এবং সকলের সঙ্গেই আমি কথা বলছি| তাঁরা ফিরে আসবেন|’ সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কুমারস্বামী বলেছেন, ‘আমি আগেও চিন্তামুক্ত ছিলাম, এখনও চিন্তামুক্ত আছি| চিন্তা করবেন খুশি থাকুন|’ নতুন নাটকে ইন্ধন জুগিয়ে কংগ্রেসের অভিযোগ, জোট সরকারকে ফেলে দিতে প্রাণপণ চেষ্টা করছে বিজেপি| কর্ণাটক কংগ্রেসের ইন-চার্জ কে সি বেণুগোপাল জানিয়েছেন, ‘আমাদের সমস্ত বিধায়কের সঙ্গেই যোগাযোগ রয়েছে| আগামী দু’-একদিনের মধ্যেই এই নাটকের অবসান হবে| আমরা সবাই একসঙ্গেই আছি| কংগ্রেসের আভ্যন্তরীণ কোনও দ্বন্দ্ব নেই| এই সব ভিত্তিহীন কথা|’ এই পরিস্থিতিতে আগামী ১৮ জানুয়ারি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে কংগ্রেস আই পরিষদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে|

কয়েক মাস পরেই লোকসভা ভোট| তার আগে কর্নাটকে নাটক জমে উঠেছে। কংগ্রেস নেতা ও রাজ্যের মন্ত্রী ডি কে শিবকুমার মঙ্গলবার অভিযোগ করেন, দলের তিন বিধায়ককে মু্ম্বইয়ের একটি হোটেলে নিয়ে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন বিজেপি নেতারা। ওই তিন বিধায়ক এখনও রয়েছেন মুম্বইয়ের হোটেলে। শুধু ওই তিন জনই নয়, কংগ্রেসের আরও অভিযোগ, দলের ১০ জন এবং জেডি (এস)-এর ১৩ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি। সরকার ফেলতে অন্তত ৮/৯ জনকে পদত্যাগ করাতে চাইছে বিজেপি| এরই মধ্যে, কংগ্রেস ও জেডি (এস) জোট সরকারের সঙ্গে থাকা দুই নির্দল বিধায়ক এইচ নাগেশ এবং আর শঙ্কর মঙ্গলবার সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। কর্নাটকের বিধানসভায় ২২৪টি আসনের মধ্যে বিজেপির হাতে রয়েছে ১০৪টি। দুই নির্দল বিধায়ক সমর্থন প্রত্যাহার করায় সরকারপক্ষের বিধাযক-সংখ্যা কমে হল ১১৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *