BRAKING NEWS

পৃথক দুই ষড়ক দুর্ঘটনায় নিহত তিন, গুরুতর চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ রাজ্যে পৃথক যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই যুবকের৷ জানা গেছে, সোমবার রাতে পথ দুর্ঘটনায় প্রাণ হারান রথীন্দ্র রিয়াং (৩৬) নামের এক ব্যক্তি৷ অপরদিকে একই রাতে সোনামুড়ার অপর এক সড়ক দুর্ঘটনায় শম্পা নারজারিয়ার মৃত্যু হয়েছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার রাতে আমবাসা থেকে মনুর দিকে যাওয়ার পঠে টিআর০৪ বি ৫৯১৮ নম্বরের এক সুকটির মুখোমুখি সংঘর্ষ হয় ১২ চাকার একটি পণ্যবাহী লরির সঙ্গে৷ জানা গেছে, সুকটিতে করে রবীন্দ্র রিয়াং আমবাসা থেকে মনু যচ্ছিলেন৷ লরির ধাক্কায় রবীন্দ্রবাবু সুকটি থেকে পড়ে গুরুতর আহত হন৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা হয়নি, মারা যান রথীন্দ্র রিয়াং৷ একই রাতে সোনামুড়ায় অপর যান দুর্ঘটনায় শম্পা নারজারিয়ার মৃত্যু হয়েছে৷ তিনি এলবিসি ইটভাট্টার কাজে ছিলেন৷ এমন সময় আচমকা পেছন দিক দিয়ে একটি লরি এসে তাঁকে ধাক্কা দেয়৷ সাথে সাথে তার সহকর্মীরা রক্তাক্ত অবস্থাতে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে রেফার করে দেন৷ কিন্তু জিবি হাসপতাালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়৷ পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে৷


গোমতী জেলার উদয়পুরে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মর্র্মন্তিক মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তি রাবার বাগানের ম্যানেজার বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ বিএসএফের দ্রুতগামী গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে পথচারী ব্যক্তির মৃত্যু হয়৷ প্রত্যক্ষদর্শীরা আহতকে উদ্ধার করে প্রথমে গোমতী জেলা হাসপাতালে নিযে যান৷ সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ কিন্তু তাকে শেষ রক্ষা করা যায়নি৷ জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ তার মৃত্যুর সংবাদে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ রাধা কিশোরপুর থানার পুলিশ এ ব্যাপারে মামলাগ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ স্থানীয় মানুষের অভিযোগ বিএসএফ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর যানবাহন গুলি অত্যন্ত দ্রুতগতিতে চলচাল করে৷ ফলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান মৃতের এক নিকটাত্মীয়৷


রাজ্যে পথ দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে৷ প্রতিদিনই কোন না কোন স্থানে পথ দুর্ঘটনায় প্রাণহানি এবং গুরুতরভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে৷ সোমবার রাতে গোমতী জেলার উদয়পুর থেকে মহারাণী যাওয়ার পথে একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পালাটানা ও টিপিসির সামনে পড়ে যায়৷ তাতে মারুতি গাড়ির চার জন যাত্রী গুরুতরভাবে আহত হন৷ দুর্ঘটনার খবর পেয়ে ওটিপিসির ফায়ার সার্ভিসের জওয়ানরা দ্রুত ঘটনাস্থালে ছুটে আসেন৷
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে তারা উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে তারা জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে যায়৷ এ ব্যাপারে কাকড়াবন থানায় একটি মমলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ চালকের অসাবধানতা এবং দ্রুতগামীতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *