BRAKING NEWS

সাংবাদিক খুনে দোষীসাব্যস্ত রাম রহিম ও তার ৩ জন ঘনিষ্ঠ, সাজা ঘোষণা ১৭ জানুয়ারি

পাঁচকুলা (হরিয়ানা), ১৬ জানুয়ারি (হি.স.): ধর্ষণের পর সাংবাদিক হত্যা মামলায়ও দোষী সাব্যস্ত হয়েছেন স্বঘোষিত গডম্যান গুরমিত রাম রহিম সিং। সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলায় গত ১১ জানুয়ারি ডেরা সচ্চা সৌদা প্রধান স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করেছে হরিয়ানার পাঁচকুলার বিশেষ সিবিআই আদালতে। রাম রহিম ছাড়াও দোষীসাব্যস্ত করা করা হয়েছে আরও ৩ জন অভিযুক্ত, যথাক্রমে কুলদীপ সিং, নির্মল সিং এবং কৃষাণ লালকে। এই মামলার সাজা ঘোষণা হবে ১৭ জানুয়ারি,বৃহস্পতিবার| ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাজা ঘোষণা করবে বিশেষ সিবিআই আদালত।

২০০২ সালে সংবাদপত্রে গুরমিত রাম রহিমের বিরুদ্ধে লেখার কারণেই খুন হতে হয়েছিল সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে| সিরসায় ডেরা সচ্চ সৌদার হেডকোয়ার্টারে মহিলাদের প্রতি নিগ্রহ নিয়ে লেখালেখি করেছিলেন ‘পুরা সচ’ সংবাদপত্রের সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি| ওই বছরের অক্টোবর মাসে বাড়ির কাছেই গুলি করে খুন করা হয় সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে| ২০০৩ সালে এই খুনের ঘটনায় মামলা দায়ের হয়| ২০০৬ সালে মামলার তদন্তভার নেয় সিবিআই| এই মামলায় মূল চক্রান্তকারী হিসেবে রাম রহিমের নাম উল্লেখ করা হয়|অবশেষে গত ১১ জানুয়ারি সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলায় দোষীসাব্যস্ত করা হয় ডেরা সচ্চা সৌদা প্রধান স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-সহ ৪ জন অভিযুক্ত| উল্লেখ্য, ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং দুই মহিলাকে ধর্ষণের ঘটনায়ও সাজাপ্রাপ্ত| ২০ বছরের কারাদণ্ড হয়েছে তার| বর্তমানে রোহতকের সুনারিয়া জেলে তিনি বন্দী রয়েছেন| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *