অস্ট্রেলিয়ার দিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৬ উইকেটে জিতল ভারত

অ্যাডিলেড, ১৫ জানুয়ারি (হি.স.) : কাজে এল না শন মার্শের ১৩১ রানের অনবদ্য ইনিংস | দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের জয় | মঙ্গলবার অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া ২৯৮ রান তাড়া করতে নেমে ১১২ বলে ১০৪ রানের ইনিংস খেলেন বিরাট৷ অন্যদিকে ফের ফিনিশার রোলে পাওয়া গেল প্রাক্তন অধিনায়ক ধোনিকে৷ ৫৪ বলে ৫৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন ধোনি৷ এদিন ভারত জিতল ৬ উইকেটে | এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাতে সক্ষম হল বিরাটের টিম ইন্ডিয়া।মঙ্গলবার অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে অস্ট্রেলিয়া ২৯৮ রান করে। ২৯৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিলেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। কিন্তু ৩২ রানে আউট হন ধাওয়ান । ৪৩ করে আউট হয়ে যান রোহিত শর্মাও।

ভারতীয় ক্রিকেটের হিট-ম্যান যদিও আউট হাওয়ার আগে কোহলির ৫০-এর বেশি রানের পার্টনারশিপ করেন। এর পর ক্রিজে আসেন রাযুডু | ৩৬ বল খেলে আমবাতি রাযুডু করেন ২৪ রান | এদিনের ম্যান অব দ্য ম্যাচ ভারত অধিনায়ক বিরাট কোহলি ১১২ বল খেলে করেন ১০৪ রান | এদিকে আজ ফের ফিনিশার রোলে পাওয়া গেল প্রাক্তন আধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে৷ কোহলি যখন আউট হন তখনও ম্যাচে বেশ কঠিন জায়গায় ছিল ভারত। ৩৮ বল বাকি। রান করতে হবে ৫৭। শেষপর্যন্ত লড়াই করে যান ধোনি। শেষ ওভারে সাত রান করতে হত ভারতকে। প্রথম বলে ছয় মেরে টার্গেট আরও সহজ করে নেন মাহি। হাফ সেঞ্চুরিও করেন। পরের বলেই সিঙ্গল নিয়ে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ধোনি। এদিন ৫৪ বলে ৫৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন ধোনি৷ ১৪ বলে ২৫ রানের ইনিংস খেলে তাঁকে যোগ্য সংগত দেন দীনেশ কার্তিক৷ এদিনের ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলি।এর আগে আজ শন মার্শের দুরন্ত শতরান ও গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে অস্ট্রেলিয়া। শুরুটা অবশ্য এদিন ভাল হয়নি অস্ট্রেলিয়ার ৬ রানে অ্যারোন ফিঞ্চকে বোল্ড করেন ভুবনেশ্বর কুমার।

১৮ রানে মহম্মদ শামির বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ক্যারে। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেন শন মার্শ এবং উসমান খোয়াজা। খোয়াজা ২১ রানে রান-আউট হন। ২০ রানে জাদেজার বলে ধোনির দুরন্ত স্টাম্পিংয়ের শিকার হল হ্যান্ডসকম্ব। স্টোইনিসও ২৯ রানে আউট হন শামির বলে। নিয়মিত ব্যবধানে উইকেট পরতে থাকলেও লড়াই চালিয়ে যান শন মার্শ। ১২৩ বলে ১৩১ রান করে আউট হন শন মার্শ। ১১টি চার ও ৩টি ছয়ে সাজানো মার্শের শতরানের ইনিংস। এটি তাঁর সাত নম্বর সেঞ্চুরি । সঙ্গে শেষ দিকে ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিং। ৩৭ বলে ৪৮ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে চারটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। তিনটি উইকেট নেন মহম্মদ শামি।
অ্যাডিলেডের এই মঞ্চেই টেস্ট সিরিজ জয়ের সূচনা হয়েছিল, সেই মঞ্চেই এবার ওয়ান ডে সিরিজে প্রত্যাবর্তন করল বিরাট অ্যান্ড কোম্পানি৷ এদিনের জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল ভারত । প্রথম ম্যাচে সিডনিতে জিতেছিল অজিরা। ফলে শেষ ম্যাচটি ফাইনালে পরিণত হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *