BRAKING NEWS

নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ সমৃদ্ধি পথে এগিয়ে যাবে : অরুণ জেটলি

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারই দেশের সমৃদ্ধি এবং আশা আকাঙ্খাকে পূরণ করতে পারবে। মঙ্গলবার ফেসবুকে পোস্ট করে এমনই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।অরুণ জেটলি ফেসবুক পোস্টে লেখেছেন, আর্থিক বিকাশের নিরিখে গোটা বিশ্বে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভারত। কিন্তু ৭ থেকে ৭.৫ শতাংশ আর্থিক বৃদ্ধিতে আমরা সন্তুষ্ট নই। আমাদের লক্ষ্য ৮ শতাংশকে ছাপিয়ে যাওয়া। বিগত পাঁচ বছর ইজ অফ ডুয়েনিং বিজনেসের ক্রমতালিকায় ১৪২তম স্থান থেকে ৭৭ নম্বর স্থানে উঠে এসেছে।

এখন আমাদের লক্ষ্য প্রথম ৫০ মধ্যে চলে আসা। এইসব লক্ষ্যমাত্রা পূরণ করতে গেলে প্রধানমন্ত্রী পদে ফের নরেন্দ্র মোদীকে জিতিয়ে আনতে হবে। বিগত পাঁচ বছরে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৯, ৪.৯, ৪.৫, ৩.৬ এবং ৩.৯ শতাংশ। প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসেন যখন জিডিপির নিরিখে ভারতের স্থান ১০ নম্বর স্থানে ছিল। বর্তমানে ভারতের স্থান অনেক উন্নত হয়েছে। গ্রামীণ ভারতের অভূতপূর্ব উন্নতি হয়েছে। ফলে মানুষের আশা আকাঙ্খাও বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *