BRAKING NEWS

ত্রিপুরার এডিসি বনধ কেটেছে শান্তিতে

আগরতলা, ১২ জানুয়ারি (হি.স.) : চার দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় আহূত ১২ ঘণ্টার বনধ নির্বিঘ্নে পালিত হয়েছে। কোথা থেকে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যানি।জনজাতিভিত্তিক ছয়টি আঞ্চলিক দল এনসিটি, টিএসপি, টিওয়াইবি, আইপিএফটি তিপ্রাহা, আইএনপিটি এবং টিপিএফ আহূত ১২ ঘণ্টা বনধ সর্বাত্মক হয়েছে এডিসি-র সদর খুমলুং এলাকায়। গতকাল আইএনপিটি-র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানিয়েছিলেন, উচ্চ আদালতের একজন বিচারপতিকে দিয়ে গত ৮ জানুয়ারি জিরানিয়া মহকুমার মাধববাড়িতে বনধ সমর্থকদের ওপর পুলিশের নির্বিচার সুলি চালনার তদন্ত করানো, সেদিনের ঘটনার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের পদত্যাগ, আহত চিকিৎসাধীন জনজাতিভিত্তিক সংগঠনগুলির ছয় যুবককে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা এবং আহতদের পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদানের পাশাপাশি মঙ্গলবারের ঘটনার জন্য মিথ্যা অভিযোগ তুলে আন্দোলকারীদের বিরুদ্ধে রুজু মামলা প্রত্যাহারের দাবিতে আজ এডিসি এলাকায় তাঁরা বনধ-এর ডাক দিয়েছিলেন।

আজকের বনধ-এ খুংলুং এলাকায় জাতীয় সড়ক অবরোধ করলে পিকেটার্সদের হটিয়ে দেয় নিরাপত্তা রক্ষীরা।এদিকে, রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষস্তরের জনৈক আধিকারিক বলেছেন, গণতান্ত্রিকভাবে এডিসি এলাকায় আহূত বনধ কর্মসূচিতে তাঁরা অবাঞ্ছিত হস্তক্ষেপ করেননি। তবে বনধ-এ কোনওধরনের অপ্রীতিকর পরিস্থিতির যাতে সৃষ্টি না হয় সেজন্য এডিসি এবং মিশ্রবসতি এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট থানা এলাকাগুলোয় অতিরিক্ত পুলিশ, টিএসআর, আসাম রাইফেলস ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। বনধ শান্তিপূর্ণ ছিল বলে পুলিশের শীর্ষ আধিকারিকটি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *