BRAKING NEWS

দশ হাজারি ব্যাটসম্যান হিসেবে মাইলস্টোন গড়লেন মহেন্দ্র সিং ধোনি

সিডনি, ১২ জানুয়ারি (হি.স.) : প্রায় আড়াই মাস পর শনিবার সিডনিতে ব্যাট হাতে নেমেই মাইলস্টোন পৌঁছে গেলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷
এদিন এসসিজি-তে সিরিজের প্রথম একদিনের ম্যাচে রান তাড়া করতে গিয়ে নজির গড়লেন মাহি৷ ভারতের পঞ্চম ও বিশ্বের ত্রয়োদশ ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোনে পৌঁছলেন ধোনি৷ সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির পর এই নজির গড়েন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক৷শনিবার মাইলস্টোনে পৌঁছাতে ধোনির দরকার ছিল মাত্র এক রান৷ অস্ট্রেলিয়ার ২৮৮ রান তাড়া করতে নেমে ভারত দ্রুত ৩ উইকেট হারানোয় এদিন ভারতীয় ইনিংসের চতুর্থ ওভারে ব্যাট হাতে মাঠে নামেন ধোনি৷ ষষ্ঠ ওভারে রিচার্ডসনের শেষ ডেলিভারি সামনের পায়ে ঠেলে দিয়ে মাইলস্টোনে পৌঁছান মাহি৷

তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নামার আগেই ৫০ ওভারের ফর্ম্যাটে ১০ হাজার রানের গণ্ডি টপকে ছিলেন ধোনি৷ কারণ ২০০৭-এ এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিরুদ্ধে ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ছিলেন মাহি৷ এই ইনিংস ধরলে আগেরই ১০ হাজারের গণ্ডি টপকে গিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ কিন্তু ভারতের হয়ে এদিন একদিনের ক্রিকেটে ১০,০০০ রানের মাইলস্টোনে পৌঁছালেন ধোনি৷ শুধু তাই নয়, এই মুহূর্তে বিশ্বক্রিকেটে বিরাট কোহলির পর ধোনিই ১০ হাজারি যাঁরা এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন৷
এখনও পর্যন্ত ৩৩৩টি একদিনের ম্যাচ, ৯০টি টেস্ট এবং ৯৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ধোনি৷ ব্যাট হাতে ১৬টি সেঞ্চুরি-সহ ১৬ হাজার রান এবং উইকেটের পিছনে গ্লাভস হাতে ৮০০ বেশি শিকার রয়েছে তাঁর ঝুলিতে৷ নেতৃত্ব দিয়ে দেশকে দিয়েছেন দু-দু’টি বিশ্বকাপ৷ ২০০৭ প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ের পর ২০১১ কপিল দেবের পর ভারতকে দ্বিতীয় একদিনের বিশ্বকাপ দেন রাঁচির রাজপুত্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *