BRAKING NEWS

সিবিআই দ্বন্দ্বে অলোক বর্মার থেকেও বেশি কাঁদছেন রাহুল গান্ধী, কটাক্ষ বিজেপি নেতা নরশিমহা রাও-এর

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): দীর্ঘস্থায়ী হয়নি প্রত্যাবর্তন| আবারও সেন্ট্রাল ৱু্যরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর ডিরেক্টর পদ খোয়ালেন অলোক বর্মা| অলোক বর্মাকে সিবিআই ডিরেক্টর পদ থেকে সরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন হোমগার্ড, দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্তার পদে বসানো হয়েছে| সিবিআই-এর আভ্যন্তরীন গৃহযুদ্ধের প্রেক্ষিতে অলোক বর্মাকে অপসারণের পর থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আক্রমণ শানাচ্ছে কংগ্রেস নেতৃত্ব| বরাবরই সিবিআই দ্বন্দ্বে ‘নাক গলাচ্ছেন’ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| এমতাবস্থায় রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করলেন বিজেপি নেতা জি ভি এল নরশিমহা রাও|রাহুলকে আক্রমণ করে জি ভি এল নরশিমহা রাও বলেছেন, ‘সিবিআই দ্বন্দ্বে অলোক বর্মার থেকেও বেশি কাঁদছেন রাহুল গান্ধী|’


বিজেপি নেতা জি ভি এল নরশিমহা রাও আরও বলেছেন, ‘সিবিআই আসল তদন্ত করছে অগাস্টা ওয়েস্টল্যান্ড এবং অন্যান্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে| সিবিআই-এর তদন্তে প্রকৃত সত্য সামনে চলে আসছে, তাই তাঁরা ভয় পাচ্ছে| আর এই কারণেই সিবিআই দ্বন্দ্বে নাক গলাচ্ছে কংগ্রেস|’ সুপ্রিম কোর্টের রায়ে পদ ফিরে পেলেও, কোনও লাভ হয়নি| বৃহস্পতিবার ফের সিবিআই ডিরেক্টর পদ খোয়ালেন অলোক বর্মা| আপাতত সিবিআই ডিরেক্টরের দায়িত্ব পেলেন এম নাগেশ্বর রাও| উচ্চক্ষমতা সম্পন্ন প্যানেলের সদস্য ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিক্রি| প্রধানমন্ত্রী এবং সিক্রির মত ছিল অলোক বর্মার বিরুদ্ধে| মল্লিকার্জুন খাড়গে অলোক বর্মার পক্ষে সওয়াল করেও ব্যর্থ হন| কংগ্রেসের মতে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পূর্ব পরিকল্পিতভাবে সিবিআই ডিরেক্টর পদ থেকে সরানো হল অলোক বর্মাকে| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *