BRAKING NEWS

প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণকে ব্যঙ্গ-প্রধানমন্ত্রীকে কটাক্ষ, রাহুল গান্ধীকে নোটিশ জাতীয় মহিলা কমিশনের

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণকে ব্যঙ্গ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নোটিশ পাঠাল জাতীয় মহিলা কমিশন| বুধবার টুইট করে রাহুল গান্ধী লিখেছিলেন, ‘মোদীজীর প্রতি যথাযথ শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি, আমাদের সংস্কৃতিতে মহিলাদের প্রতি সম্মান বাড়ি থেকেই শুরু হয়| একজন পুরুষ হয়ে উঠুন এবং আমার প্রশ্নের উত্তর দিন| আপনি যখন মূল রাফাল চুক্তি এড়িয়ে গিয়েছিলেন, তখন কি এয়ারফোর্স এবং প্রতিরক্ষা মন্ত্রক আপত্তি জানিয়েছিল? হ্ঁযা? অথবা না?’ এছাড়াও বুধবার রাজস্থানের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীকে ব্যঙ্গ করে রাহুল গান্ধী বলেছিলেন, ‘মহিলা প্রতিরক্ষা মন্ত্রীর আড়ালে লুকোচ্ছেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রী পুরুষ হয়ে উঠুন|

সংসদ থেকে পালিয়ে গিয়েছেন তিনি|’
রাহুল গান্ধীর এহেন টুইট এবং বক্তব্যের প্রেক্ষিতে তাঁকে নোটিশ পাঠাল জাতীয় মহিলা কমিশন| জাতীয় মহিলা কমিশন (এনসিডাব্লিউ)-এর চেয়ারপার্সন রেখা শর্মা বলেছেন, ‘বুধবারের টুইট প্রসঙ্গে রাহুল গান্ধীর কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে| বিবৃতিটি দুঃখজনক এবং কুরুচিকর| আর তাই রাহুল গান্ধীকে নোটিশ পাঠানো হয়েছে| মহিলাদের কি কারণে তিনি ছোট বোঝাতে চেয়েছেন, সেই ব্যাখ্যাও দিতে হবে|’ এ প্রসঙ্গে রাহুল গান্ধী অথবা কংগ্রেস নেতৃত্বের এখনও পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *