BRAKING NEWS

কংগ্রেস সভাপতির বিরুদ্ধে মহিলা কমিশনের রিপোর্টকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে কটাক্ষ আনন্দ শর্মার

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : রাহুল গান্ধীকে জাতীয় মহিলা কমিশনের নোটিশ পাঠানো ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে কটাক্ষ করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণকে ব্যঙ্গ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নোটিশ পাঠায় জাতীয় মহিলা কমিশন| এই প্রসঙ্গে বর্ষীয়ান কংগ্রেস তথা রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মা বলেন, ‘বিষয়টি পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ভারতীয় রাজনৈতিক ধারাকে নিম্নমানে নিয়ে গিয়েছেন। বহুবার বিদেশমন্ত্রককে অসম্মানিত করা হয়েছে। সুষমা স্বরাজের সাহস নেই প্রধানমন্ত্রী এবং অমিত শাহের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলা। প্রধানমন্ত্রী এবং অমিত শাহের বিরুদ্ধে একাধিক নোটিশ জারি হওয়া দরকার। রাজনৈতিক বিতর্ককে নিম্নমানে নিয়ে যাননি রাহুল গান্ধী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে বাঁচানোর জন্য অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং প্রতিরক্ষামন্ত্রী সুষমা স্বরাজকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। তাঁর (প্রধানমন্ত্রী) যদি সাহস থাকে এবং তিনি যদি সত্যের পক্ষে হন তবে তাঁর সংসদে আসা উচিত।’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিন্দায় সরব হয়ে আনন্দ শর্মা বলেন, ‘গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকে আজ পর্যন্ত তিনি যে ধরণের ভাষা ব্যবহার করেছেন তা নিম্নমানের। তাঁর মধ্যে কোনও ভদ্রতা নেই। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে তিনি যে ধরণের ভাষা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ব্যবহার করেছেন তা নিম্নমানের।’
কংগ্রেস মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, ‘বিজেপির জন্যই নিম্নমানের রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে। আর এর শুরুটা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ‘কংগ্রেসের বিধবা’ বলেও সোনিয়া গান্ধীকে কটাক্ষ করেছেন।’প্রসঙ্গত, বুধবার টুইট করে রাহুল গান্ধী লিখেছিলেন, ‘মোদীজীর প্রতি যথাযথ শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি, আমাদের সংস্কৃতিতে মহিলাদের প্রতি সম্মান বাড়ি থেকেই শুরু হয়| একজন পুরুষ হয়ে উঠুন এবং আমার প্রশ্নের উত্তর দিন| আপনি যখন মূল রাফাল চুক্তি এড়িয়ে গিয়েছিলেন, তখন কি এয়ারফোর্স এবং প্রতিরক্ষা মন্ত্রক আপত্তি জানিয়েছিল? হ্যাঁ ? অথবা না?’ এছাড়াও বুধবার রাজস্থানের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীকে ব্যঙ্গ করে রাহুল গান্ধী বলেছিলেন, ‘মহিলা প্রতিরক্ষা মন্ত্রীর আড়ালে লুকোচ্ছেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রী পুরুষ হয়ে উঠুন| সংসদ থেকে পালিয়ে গিয়েছেন তিনি|’
রাহুল গান্ধীর এহেন টুইট এবং বক্তব্যের প্রেক্ষিতে তাঁকে নোটিশ পাঠাল জাতীয় মহিলা কমিশন| জাতীয় মহিলা কমিশন (এনসিডাব্লিউ)-এর চেয়ারপার্সন রেখা শর্মা বলেছেন, ‘বুধবারের টুইট প্রসঙ্গে রাহুল গান্ধীর কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে| বিবৃতিটি দুঃখজনক এবং কুরুচিকর| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *