BRAKING NEWS

বড়দিনের পর বাজার খুলতেই শেয়ার বাজারে ধাক্কা

মুম্বই, ২৬ ডিসেম্বর (হি. স.): বড়দিনের পর বাজার খুলতেই শেয়ার বাজারের স্টক অনেকটা নেমে গেল। ব্যাঙ্কিং, অটো, এনার্জি, আইটি, ফার্মা সেক্টরে সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে। ইয়েস ব্যাঙ্ক, সান ফার্মা, ইন্ডিয়া বুলস হাউজিং ফিনান্স, টিসিএস, টাটা মোটরসের শেয়ার সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ইনফোসিসের শেয়ারেও বড় ধাক্কা লেগেছে।
একসময় নেমে যায় সেনসেক্স ৪১০.২৯ পয়েন্ট। নিফটি ১২২.২ পয়েন্ট নেমে যায়। সেনসেক্স দাঁড়ায় ৩৫০৫৯.৮৬ পয়েন্টে। আর নিফটি পৌঁছয় ১০৫৪১.৩০ পয়েন্টে। মার্কিন রাজনীতিতে অস্থিরতা, সেদেশে সরকারের কাজ থমকে যাওয়া, দুর্বল এশীয় বাজার সহ নানা কারণে ভারতের শেয়ার বাজারে তার ধাক্কা লেগেছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
এর মধ্যেই অবশ্য ডলারের তুলনায় টাকার দাম বেড়েছে। এখন এক ডলারের মূল্য ৬৯.৮২ টাকা। টাকার দাম বাড়ায় রফতানিকারক আইটি ও সান ফার্মা সংস্থাগুলির লভ্যাংশ কমে গিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে ব্যারেল প্রতি ৫০ ডলারের মতো হয়ে যাওয়ায় স্পাইস জেট, জেট এয়ারওয়েজের মতো বিমান সংস্থার শেয়ারের দাম বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *