BRAKING NEWS

ছাড় পাওয়ায় শিক্ষক পদে আবেদন করতে পারবে দুই লক্ষ যুবক যুবতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ শিক্ষক নিয়োগে এককালীন ছাড় পাচ্ছে রাজ্য৷ তাতে, বেকারদের একটা বড় অংশ শিক্ষক নিয়োগে যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ বিশেষ চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষকরা যাঁরা এখন এডহক ভিত্তিতে শিক্ষকতা করছেন, তাঁদের একটা বড় অংশ নতুনভাবে যোগ্যতা নির্ণয়ের পরীক্ষার মাধ্যমে চাকুরী নিশ্চিত করার উদ্যোগে নেবে৷ জানা গেছে, চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষকদের মধ্যে ৫৩৮৮ জন পেশাগত যোগ্যতায় ছাড় মিললেই শিক্ষক নিয়োগে যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা দিতে পারবেন৷ কারণ, তাঁদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও পেশাগত যোগ্যতার অভাবে তাদের চাকুরী খোঁয়াতে হয়েছে৷ এছাড়া অস্নাতক শিক্ষকদের মধ্যেও প্রায় দুই শতাধিক শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা রয়েছে৷ তাঁরাও এই ছাড়ের সুযোগ নেবেন৷ এদিকে, শিক্ষক নিয়োগে পেশাগত যোগ্যতায় কেন্দ্রীয় সরকার ছাড় দেওয়ায় রাজ্যে এখন প্রায় দুই লক্ষ চাকুরী প্রত্যাশী শিক্ষকতার চাকুরীর আবেদন জানাবেন৷ কারণ, তাঁদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে৷ কিন্তু, পেশাগত যোগ্যতার অভাবে তাঁরাও শিক্ষকতার চাকুরীতে আবেদন জানাতে পারছিলেন না৷
শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, আগামী দু’দিনের মধ্যে শিক্ষক নিয়োগে এককালীন ছাড় নিয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *