BRAKING NEWS

শিক্ষক ও শিক্ষা দপ্তরের কর্মচারীদের জন্য নয়া বদলি নীতি প্রণয়ন করতে চলেছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ শিক্ষক এবং শিক্ষা দপ্তরের কর্মচারীদের জন্য নয়া বদলি নীতি প্রণয়ন করতে চলেছে রাজ্য সরকার৷ সেই মোতাবেক শিক্ষা দপ্তর খসড়া প্রস্তাব তৈরি করেছে৷ মূলত বদলির ক্ষেত্রে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্যই এই উদ্যোগ বলে দাবি শিক্ষা দপ্তরের৷ শিক্ষক এবং শিক্ষা দপ্তরের কর্মচারীদের বিভিন্ন তালিকায় ভাগ করে বদলির নয়া রূপরেখা স্থির করতে চাইছে রাজ্য সরকার৷ শিক্ষা দপ্তরের জৈনেক আধিকারিকের কথায়, বদলির ক্ষেত্রে প্রতিহিংসা মূলক আচরণের প্রবণতা বন্ধ হবে নয়া নীতি প্রণয়নে৷
সূত্রের খবর, রাজ্য সরকার সুকল গুলিকে চারটি জোনে ভাগ করতে চাইছে৷ দুরত্ব, যোগাযোগ এবং শারীরিক অবস্থা ইত্যাদি বিষয়গুলি নিয়ে এ,বি,সি এবং ডি জোন তৈরি করার প্রস্তাব দিয়েছে শিক্ষা দপ্তর৷ সূত্রের বক্তব্য, জোন ‘এ’-র অন্তর্গত সুকল গুলি হবে পশ্চিম জেলার অধীন আগরতলা পুর পরিষদ, মোহনপুর পুর পরিষদ, জিরানীয়া নগর পঞ্চায়েত এবং রানীরবাজার নগর পঞ্চায়েত, সিপাহীজলা জেলার অধীন বিশালগড় পুর পরিষদ, মেলাঘর পুর পরিষদ এবং সোনামুড়া নগর পঞ্চায়েত, খোয়াই জেলার অধীন খোয়াই ও তেলিয়ামুড়া পুর পরিষদ, গোমতী জেলার অধীন উদয়পুর পুর পরিষদ এবং অমরপুর নগর পঞ্চায়েত, দক্ষিণ জেলার অধীন বিলোনীয় পুর পরিষদ, সাব্রুম ও শান্তিবাজার নগর পঞ্চায়েত, ধলাই জেলার অধীন আমবাসা পুর পরিষদ ও কমলপুর নগর পঞ্চায়েত, ঊনকোটি জেলার অধীন কৈলাসহর পুর পরিষদ ও কুমারঘাট নগর পঞ্চায়েত এবং উত্তর জেলার অধীন ধর্মনগর পুর পরিষদ ও পানিসাগর নগর পঞ্চায়েত৷
এদিকে জোন ‘বি’-র অন্তর্গত সুকলগুলি হবে, পশ্চিম জেলার অধীন ডুকলি পুরাতন আগরতলা, জিরানীয়া, বামুটিয়া ও মোহনপুর (এডিসি এলাকার বাইরে), সিপাহীজলা জেলার অধীন বিশালগড় (কমলাসাগর, গোলাঘাটি, কৈয়াঢেপা এবং পুরাথল এলাকা বাদে), চড়িলাম (এডিসি এলাকার বাইরে), এবং মেলাঘর (দুর্লবনারায়ণ, খাসচৌমুহনী, তেলকাজলা, উরমাই এবং তকসাপাড়া এলাকা বাদে), খোয়াই জেলার অধীন খোয়াইয়ের এডিসি এলাকার বাইরে এবং তেলিয়ামুড়া, গোমতী জেলার অধীন তেপানিয়ায়, মাতাবাড়ি এডিসি এলাকা ছাড়া, কাকড়াবন এবং কিল্লা (রইয়াবাড়ি, কুপিলং, দেওয়ানবাড়ি এবং বাগমা এলাকা বাদে), দক্ষিণ জেলার অধীন ভারতচন্দ্র নগর, বকাফা এডিসি এলাকা ছাড়া, জোলাইবাড়ি ও সাঁতচান্দ, ধলাই জেলার অধীন দুর্গাচৌমুহনী এডিসি এলাকা ছাড়া, ঊনকোটি এলাকার অধীন কুমারঘাট, চন্ডিপুর, গৌরনগর এডিসি এলাকা ছাড়া এবং উত্তর জেলার অধীন কলাছড়া ও যুবরাজনগর এডিসি এলাকা ছাড়া৷
এদিকে, জোন ‘সি’-র অন্তর্গত সুকলগুলি হবে বেলবাড়ি, মান্দাই, লেফুঙ্গা, হেজামারা, নলছড়, মোহনভোগ, কাঠালিয়া, বক্সনগর, পদ্মবিল, তুলাশিখর, কল্যাণপুর, মুঙ্গিয়াকামী, ঋষমুখ, পোয়াংবাড়ি, আমবাসা, সালেমা, পেঁচারথল, কদমতলা ও পানিসাগর ব্লক এবং যুবরাজনগর, কুমারঘাট, চন্ডিপুর, গৌরনগর, দুর্গাচৌমুহনী, সাঁতচান্দ, জোলাইবাড়ি, বকাফা, মাতাবাড়ি, কাকড়াবন, কিল্লা, অমরপুর, তেলিয়ামুড়া, খোয়াই, কাঁঠালিয়া, মেলাঘর, বিশালগড়, চড়িলাম এবং মোহনপুর এডিসি এলাকা৷
অপরদিকে জোন ‘ডি’-র অন্তর্গত সুকল হবে জম্পুইজলা, কাঁঠালিয়া, অমরপুর, অম্পিনগর, করবুক, শিলাছড়ি, রাজনগর, জোলাইবাড়ি (কোইংফাং এলাকা বাদে), রূপাইছড়ি, গঙ্গানগর, ছামনু, বম্বুরনগর, রইস্যাবাড়ি, দামছড়া, লালজুড়ি, দশদা এবং জম্পুইহিল ব্লক৷
নয়া বদলি নীতির খসড়া প্রস্তাব অনুযায়ী, চাকুরীতে প্রথম পোস্টিং সি এবং ডি জোনের সুকল গুলিতে দেওয়া হবে৷ এছাড়াও বিভিন্ন শারীরিক সমস্যা, মহিলা, প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে নির্দিষ্ট জোন অনুযায়ী বদলি করা হবে৷
এই প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য যাবে৷ সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকে এই নয়া বদলি নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷ তাতে, নতুন কোন বিষয় উঠে আসলে তা পরীক্ষা-নীরিক্ষা করে দেখা হবে৷ সূত্রের দাবি, এখনই এই বদলি নীতি প্রণয়নের সম্ভাবনা কম৷ কারণ, খসড়া প্রস্তাব নিয়ে আরো পরীক্ষা-নীরিক্ষা করতে চাইছে শিক্ষা দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *