/আঙ্কারায় হাইস্পিড দু’টি ট্রেনের সংঘর্ষে মৃত্যু ৯ জনের, আহত অনন্তপক্ষে ৪৩

আঙ্কারায় হাইস্পিড দু’টি ট্রেনের সংঘর্ষে মৃত্যু ৯ জনের, আহত অনন্তপক্ষে ৪৩

আঙ্কারা, ১৩ ডিসেম্বর (হি.স.): তুরস্কের রাজধানী আঙ্কারায় হাইস্পিড দু’টি ট্রেনের সংঘর্ষে প্রাণ হারালেন ৯ জন| এছাড়াও অনন্তপক্ষে ৪৩ জন কমবেশি আহত হয়েছেন| স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬.৩০ মিনিট রাজধানী আঙ্কারায় হাইস্পিড দু’টি ট্রেনের সংঘর্ষ হয়| এরপর পথচারীদের ওভারপাসে ধাক্কা মারে হাইস্পিড ট্রেনটি| আঙ্কারার গভর্নর ভাসিপ সাহিন জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে আঙ্কারায় দুর্ঘটনার কবলে পড়ে হাইস্পিড ট্রেন| দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও কমপক্ষে ৪৩ জন কমবেশি আহত হয়েছেন|

তুরস্কের রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে আঙ্কারা প্রধান স্টেশন থেকে সেন্ট্রাল তুরস্কের প্রভিন্স কোনিয়ার দিকে যাচ্ছিল দ্রুত গতির ট্রেনটি| সকাল ৬.৩০ মিনিট নাগাদ আঙ্কারা রেল স্টেশন থেকে ৫ মাইল দূরে মারসানডিজ স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে| দুর্ঘটনার সময় ট্রেনটি কতটা গতিতে ছিল তা স্পষ্ট নয়| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের| আহতদের চিকিত্সা চলছে স্থানীয় হাসপাতালে| উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসেও তুরস্কের টেকিরদাগ প্রদেশে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় ২৪ জনের| সাম্প্রতিক সময়ে একাধিকবার রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে তুরস্ক|