BRAKING NEWS

রাতভর অভিযান শেষে সাফল্য নিরাপত্তা বাহিনীর, সোপিয়ানে এনকাউন্টারে খতম দু’জন লস্কর জঙ্গি

শ্রীনগর, ১৩ ডিসেম্বর (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকায় রাতভর গুলির লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন লস্কর-ই-তৈবা (এলইটি) সন্ত্রাসবাদী| বুধবার রাত থেকে চলছিল গুলির লড়াই| বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, রাতভর গুলির লড়াইয়ে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ| নিহত লস্কর-ই-তৈবা (এলইটি) সন্ত্রাসবাদীদের নাম হল-ওয়াসিস ভাট এবং তাহির আহমেদ দার| উভয়েই লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য|

জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় সোপোরে এলাকার গুন্দ ব্রাথ গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী| গভীর রাত পর্যন্ত তল্লাশি চালানোর পর অন্ধকারের কারণে বেশ কয়েকঘন্টার জন্য তল্লাশি অভিযান বন্ধ রাখা হয়| এরপর ভোরের আলো ফুটতেই ফের শুরু হয় জঙ্গি নিকেশ অভিযান| সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের শেষে খতম হয়েছে দু’জন লস্কর-ই-তৈবা (এলইটি) সন্ত্রাসবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ| ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়| তাই গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *